‘দ্য হোয়াইট টাইগার’ দিয়ে বিশ্ব চিনল আদর্শ গৌরবকে

নেটফ্লিক্সে ২২ জানুয়ারি (শুক্রবার) মুক্তি পায় ‘দ্য হোয়াইট টাইগার’। এরইমধ্যে প্রশংসায় ভাসছে প্রিয়াঙ্কা চোপড়ার প্রযোজিত সিনেমাটি। পোস্টার দেখে অনেকের মনে হতে পারে এতে গুরুত্ব পেয়েছে প্রিয়াঙ্কা ও রাজকুমার রওয়ের চরিত্র। কারণ বলিউডে তারকা হিসেবে তাদের যা অবস্থান তাতে সেটি স্বাভাবিক।
এমন নামজাদা দুই তারকার মাঝে অভিনয় দিয়ে তাক লাগিয়ে দিয়েছেন আদর্শ গৌরব। সিনেমার মূল চরিত্রেই অভিনয় করেছেন তিনি। সদ্য পা রাখা এই যুবকের কাছ থেকে হয়তো কেউ এতটা আশা করেনি। তার মধ্য দিয়ে যেন এক টুকরো হিরা পেল বলিউড। কে জানে, হয়তো ভবিষ্যতের ইরফান খান, নওয়াজউদ্দিন সিদ্দিকি বা কে কে মেনন হতে যাচ্ছেন গৌরব।
‘রুখ’ সিনেমা দিয়ে বলিউডে অভিষেক আদর্শ গৌরবের। এরপর শ্রীদেবীর ‘মম’ দিয়ে পরিচিতি পান। তবে সেটি শুধু পরিচিতি পর্যন্তই। অনেকে পাশ কাটিয়েও গেছেন তাকে। তাই ‘দ্য হোয়াইট টাইগার’-এ গৌরবকে হয়তো অনেকেই ঝাপসা চিনেছেন। সেই পাশ কাটানো অভিনেতা এবার দেখিয়ে দিলেন তার মুন্সিয়ানা। ‘দ্য হোয়াইট টাইগার’ দিয়ে রাতারাতি বিশ্ব তারকা যেন বনে গেলেন তিনি।
সিনেমাটি নির্মাণ হয়েছে ২০০৮ সালে প্রকাশ পাওয়া অরবিন্দ আদিগার ‘দ্য হোয়াইট টাইগার’ বই থেকে। লেখক একজন ভারতীয় অস্ট্রেলিয়ান নাগরিক। বইটির জন্য তিনি ম্যান বুকার পুরস্কার পান। সিনেমাটি পরিচালনা করেছেন ভারতীয় মার্কিন নির্মাতা রামিন বাহরানি। চিত্রনাট্যও লিখেছেন তিনি।
গল্পে দেখা যায় গরীব পরিবারের ছেলে বলরাম (আদর্শ গৌরব)। ছোটবেলা থেকে মেধাবী তিনি। কিন্তু পড়াশোনার ইতি টানতে হয় অল্প বয়সে। স্কুলের পরিদর্শকের কাছ থেকে পাওয়া হোয়াইট টাইগার খেতাব তার মাথায় ঘুরতে থাকে। উচ্চাকাঙ্ক্ষী বলরাম এক চায়ের দোকানের কাজ শুরু করে।
এরপর গ্রাম ছেড়ে এক জমিদারের বাড়িতে ড্রাইভারের কাজ নেয়। জমিদারের ছোট ছেলে অশোক (রাজকুমার রাও) ও তার স্ত্রী পিঙ্কিকে (প্রিয়ঙ্কা) দিল্লি নিয়ে যাওয়ার দায়িত্ব পড়ে বলরামের উপর। শুরু হয় তার ওপরে উঠার যাত্রা। গল্পের মোড় ঘুরতে থাকে ক্রমশ। দেখানো হয় উচ্চবিত্তের উপরে নেওয়া নিম্নবিত্তের প্রতিশোধ।
উল্লেখ্য, সিনেমাটি মুক্তির পর থেকে প্রশংসায় ভাসছে। এরমধ্য দিয়ে অনেকদিন পর প্রযোজনায় ও অভিনয়ে ফিরলেন প্রিয়াঙ্কা। বর্তমানে তিনি হলিউডের প্রজেক্ট নিয়ে ব্যস্ত আছেন।
এমআরএম