পুনিতের মৃত্যুর খবর শুনে মারা গেল ৩ ভক্ত

Dhaka Post Desk

বিনোদন ডেস্ক

৩০ অক্টোবর ২০২১, ০৫:০৯ পিএম


পুনিতের মৃত্যুর খবর শুনে মারা গেল ৩ ভক্ত

ভারতের কন্নড় সিনেমার সুপারস্টার পুনিত রাজকুমার মারা গেছেন। শুক্রবার (২৯ অক্টোবর) আচমকা পৃথিবী ছেড়ে বিদায় নেন তিনি। তার মৃত্যুতে শোকস্তব্ধ ভারতের দক্ষিণাঞ্চল। তারকা থেকে শুরু করে অগণিত দর্শক শোকাহত।

কর্ণাটক জুড়ে ছড়িয়ে থাকা পুনিতের ভক্তরা মানসিকভাবে একেবারে ভেঙে পড়েছে। প্রিয় তারকার মৃত্যুর খবর শুনে এক ভক্ত আত্মহত্যা পর্যন্ত করে ফেলেছে। এছাড়া আরও একজন আত্মহত্যার চেষ্টা করেছেন। শুধু তাই নয়, পুনিতের মৃত্যুর খবর সহ্য করতে না পেরে হার্ট অ্যাটাকে মারা গেছেন আরও ২ জন।

ভারতীয় গণমাধ্যমগুলো থেকে জানা গেছে, হার্ট অ্যাটাকে মারা যাওয়া প্রথম ভক্তের নাম মুনিয়াপ্পা। তিনি কর্ণাটকের মারুরু গ্রামের বাসিন্দা ছিলেন। পুনিতের মৃত্যুর খবর শুনেই বুকের ব্যথায় মাটিতে লুটিয়ে পড়েন তিনি। এরপর তাকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করে।

একইভাবে মারা গেছেন বেলগাঁও এলাকার আরেক ভক্ত। যার নাম পরশুরাম। টেলিভিশনে পুনিতের মৃত্যুর খবর পেয়ে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান তিনি।  

আত্মহত্যাকারী ভক্তের নাম রাহুল। পুনিতের মারা যাওয়ার খবর শুনে তিনি নিজের ঘরে অভিনেতার ছবি ফুল দিয়ে সাজিয়ে সম্মান জানান। এরপর গলায় ফাঁস দেন।

এসব ভক্ত ছাড়া আরও অনেকে পুনিতের জন্য নিজেকে আঘাত করে জখম করেছেন বলে ভারতীয় গণমাধ্যমগুলোর দাবি। পুনিত সাধারণ দর্শকদের মাঝে অত্যধিক জনপ্রিয় ছিলেন। এ কারণে তার মৃত্যু কোনোভাবেই মেনে নিতে পারছে না ভক্তরা।

উল্লেখ্য, কন্নড় সিনেমার কিংবদন্তী অভিনেতা রাজকুমারের ছেলে পুনিত রাজকুমার। মাত্র ৬ মাস বয়সেই তিনি শিশুশিল্পী হিসেবে সিনেমায় কাজ শুরু করেন। অন্তত এক ডজন সিনেমায় শিশুশিল্পী হিসেবে অভিনয় করেছেন। নায়ক হিসেবে তিনি ২৯টি সিনেমা উপহার দিয়েছেন।

সাফল্যময় ক্যারিয়ারে তার অর্জনের পাল্লা অনেক ভারি। একবার ভারতের জাতীয় চলচ্চিত্র পুরস্কার, ৪ বার কর্নাটক রাজ্য চলচ্চিত্র পুরস্কার, ৫ বার ফিল্মফেয়ার সাউথ পুরস্কারসহ বহু সম্মাননা পেয়েছেন।

কেআই

Link copied