বরুণের পর বিয়ের পিঁড়িতে সিদ্ধার্থ!

বরুণ-নাতাশার বিয়ের হাওয়া বন্ধের আগেই বলিউডে নতুন বিয়ের গুঞ্জন। বলা হচ্ছে ‘স্টুডেন্ট অব দ্য ইয়ার’-এর অপর তারকা সিদ্ধার্থ মালহোতরার কথা। প্রেমিকা কিয়ারা আদভানিকে নিয়ে ২৪ জানুয়ারি (রোববার) দেখা করেন তার বাবা-মায়ের সঙ্গে। সেই ছবি ধরা পড়েছে পাপারাতজিদের ক্যামেরায়।
এরপর থেকে জোর গুঞ্জন বন্ধু বরুণের পর এবার নিজেও বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন সিদ্ধার্থ। তার সঙ্গে সম্প্রতি দেখা করতে এসেছেন বাবা-মা। এমন সুযোগ তাই মিস করতে চাননি তিনি। তাই এই ফাঁকে প্রেমিকা কিয়ারার সঙ্গে দেখা করিয়ে দিলেন। যদিও পরবর্তী ঘটনা জানা যায়নি।
২০১৯ সাল থেকে প্রেম করছেন অভিনেতা সিদ্ধার্থ মালহোতরা ও কিয়ারা আদভানি। গত বছর আরমান জৈন এবং অনিশা মালহোতরার রিসেপশনে এই জুটির নাচের ভিডিও ভাইরাল হয়েছিল সামাজিক মাধ্যমে। সেখান থেকে তাদের প্রেম নিয়ে আলোচনা তৈরি হয়।
অক্ষয় কুমারের এক মন্তব্যে আরও সত্যতা প্রকাশ পায়। সিনেমার প্রমোশনের জন্য ‘কপিল শর্মার শো’তে হাজির হয়ে কিয়ারাকে ‘বাড়ে সিদ্ধান্তওয়ালি লাড়কি’ বলে সম্বোধন করেন। যেন আগুনে ঘি ঢালার মত অবস্থা হয়।
নতুন বছর উদযাপন করতে একসঙ্গে মালদ্বীপ গিয়েছিলেন সিদ্ধার্থ-কিয়ারা। এরপর তাদের সম্পর্ক নিয়ে আর কোনও সংশয় নেই। ‘শেরশাহ’ সিনেমায় প্রথমবার পর্দায় দেখা যাবে এই জুটিকে।
এমআরএম