আইসল্যান্ডে আনন্দে মাতোয়ারা দেব-রুক্মিণী

ফের ছুটির খোঁজে প্রকৃতির বুকে পাড়ি জমালেন দেব ও রুক্মিণী। গেলেন স্বপ্নের ঠিকানা আইসল্যান্ডে! তাতে দেখার সৌভাগ্য হলো অরোরা বোরিয়ালিসও।
সেই ছবি দুজনেই শেয়ার করেছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে। অরোরাকে সামনে রেখে নিজেদের ক্যামেরাবন্দি করলেন দুই তারকাই।
ভ্রমণপ্রেমীদের কাছে অরোরা বোরিয়ালিস স্বপ্নের মতো! কেউ কেউ তো সুদূর আইসল্যান্ডে গিয়েও ফিরে আসেন খালি হাতে। আবহাওয়া ঠিক না থাকলে সেই ম্যাজিক্যাল মোমেন্ট দেখার সৌভাগ্য হয় না অনেকেরই!
তবে দেব আর রুক্মিণীর রাশি-নক্ষত্র যে সঠিক পথে আছে তা স্পষ্ট! ছবি পোস্ট করতেই ভালোবাসায় ভরিয়ে দিয়েছেন অনুরাগীরা!
এইচকে