হঠাৎ কলকাতায় কেন পরীমণি?

Dhaka Post Desk

বিনোদন ডেস্ক

০৫ নভেম্বর ২০২১, ০২:৫৫ এএম


হঠাৎ কলকাতায় কেন পরীমণি?

বাংলাদেশ থেকে কলকাতায় গেলেন পরীমণি। সেখানে একটি পাঁচ তারকা হোটেলে অবস্থান করছেন তিনি। 

হলুদ-কালো রঙের পোশাকে একাধিক ছবি বুধবার নিজের ফেসবুক প্রোফাইলে ভক্তদের সঙ্গে শেয়ার করেছেন পরীমণি। কেবল নিজের নয়, হোটেলেরও একাধিক ছবি শেয়ার করেছেন। 

ছবিতে পরীর সঙ্গে আরেকজনকে দেখা গেছে। যদিও তাকে পরিচয় করিয়ে দেননি আলোচিত এ অভিনেত্রী। ছবির ক্যাপশনে তিনি লিখেছেন, ‘হ্যাপি ল্যান্ডিং’। পাশে হ্যাশট্যাগে লেখা, ‘কলকাতা ২০২১’। এছাড়া, তিনি শপিংয়ের কয়েকটি ছবিও শেয়ার করেছেন ফেসবুকে।

কলকাতায় কেন গেলেন- সে বিষয়ে এখনো পরীমণি আনুষ্ঠানিকভাবে কোনো কিছু জানাননি। তবে জানা গেছে, চিকিৎসা নিতেই কলকাতা গেলেন এই অভিনেত্রী। 

চলতি বছরের মাঝামাঝি থেকে নায়িকা পরীর জীবনে ঘটে গেছে নানা ঘটনা। প্রভাবশালী এক ব্যক্তির বিরুদ্ধে ধর্ষণ ও হত্যাচেষ্টার অভিযোগ তোলেন তিনি। এরপর মাদক মামলায় গ্রেফতার হন। জামিনে মুক্তি পাওয়ার পর ফেসবুকে একের পর এক বার্তা দিয়েই যাচ্ছেন, যা তাকে আরও বেশি করে আলোচনার বিষয়বস্তুতে নিয়ে আসছে।

আরএইচ

Link copied