৩৫ বছরের নায়িকার সঙ্গে ৬১ বছরের নায়ক!

Dhaka Post Desk

বিনোদন ডেস্ক

০৬ নভেম্বর ২০২১, ০৩:৩০ পিএম


৩৫ বছরের নায়িকার সঙ্গে ৬১ বছরের নায়ক!

ভারতের দক্ষিণী সিনেমার বরেণ্য অভিনেতা নন্দামুরি বালাকৃষ্ণা। সত্তরের দশক থেকে সিনেমায় কাজ করছেন। বর্তমানে তার বয়স ৬১ বছর। এই বয়সে এসেও ক্যারিয়ারের হাল টেনে চলেছেন অভিনেতা।

সম্প্রতি বালাকৃষ্ণের নতুন একটি সিনেমার ঘোষণা এসেছে। যেটার নাম ‘এনবিকে ১০৭’। নির্মাণ করবেন গোপিচাঁদ মালিনেনি। আর এই সিনেমাতেই বালাকৃষ্ণের বিপরীতে থাকছেন এ প্রজন্মের অভিনেত্রী শ্রুতি হাসান।

ভারতীয় সিনেমার কিংবদন্তি কমল হাসানের মেয়ে শ্রুতি। অভিনয়ে তিনিও জয় করেছেন দর্শকদের মন। তার বয়স এখন ৩৫ বছর। এ পর্যন্ত অনেক নায়ক-অভিনেতার সঙ্গেই জুটি বেঁধেছেন। তবে প্রথমবারের মতো বালাকৃষ্ণের মতো জ্যেষ্ঠ তারকার সঙ্গী হচ্ছেন তিনি।

ভারতীয় সংবাদমাধ্যমগুলো থেকে জানা গেছে, বাস্তব একটি ঘটনা অবলম্বনে নির্মিত হচ্ছে সিনেমাটি। দীপাবলি উপলক্ষে সিনেমাটিতে শ্রুতির অভিনয়ের বিষয়টি প্রকাশ্যে আনেন নির্মাতা গোপিচাঁদ।

উল্লেখ্য, শ্রুতি হাসানকে সর্বশেষ দেখা গেছে ‘লাবান’ সিনেমায়। গত ৭ সেপ্টেম্বর এটি মুক্তি পেয়েছিল। এতে তার সঙ্গে অভিনয় করেছিলেন বিজয় সেথুপতি। মুক্তির অপেক্ষায় রয়েছে তার আরেকটি সিনেমা ‘সালার’। যেখানে তিনি স্ক্রিন শেয়ার করেছেন বাহুবলী খ্যাত প্রভাসের সঙ্গে। প্রশান্ত নীলের পরিচালনায় সিনেমাটি আগামী এপ্রিলে মুক্তি পাবে।

অন্যদিকে বালাকৃষ্ণা ‘অখণ্ড’ নামের একটি সিনেমার কাজ সম্পন্ন করেছেন। আগামী ডিসেম্বরেই এটি মুক্তি পাবে বলে শোনা যাচ্ছে।

কেআই/আরআইজে

Link copied