বিশ্বাস করুন, প্রেমে অজস্র সমস্যা হয়: নুসরাত

Dhaka Post Desk

বিনোদন ডেস্ক

১১ নভেম্বর ২০২১, ০৮:০৬ পিএম


বিশ্বাস করুন, প্রেমে অজস্র সমস্যা হয়: নুসরাত

টালিউড অভিনেত্রী ও সাংসদ নুসরাত জাহান ভালোবেসে বিয়ে করেছিলেন। সেই বিয়ে ভেঙে গেছে। নতুন করে এবারও প্রেমে জড়িয়েছেন। এই সম্পর্কে তিনি সন্তানের মা-ও হয়েছেন। নানা বিতর্ক আর সমালোচনার মোকাবিলা করে প্রেমিক যশ দাশগুপ্তের সঙ্গেই জীবন অতিবাহিত করছেন অভিনেত্রী।

প্রেম বিষয়ে নুসরাতের অভিজ্ঞতা বিস্তর। সেই অভিজ্ঞতাকে এবার কাজে লাগাবেন তিনি। শুনবেন অন্যদের প্রেমের গল্প। সমস্যা শুনে বের করার চেষ্টা করবেন সমাধান। ইশক এফএম নামের একটি রেডিও স্টেশনের নতুন শোতে আরজে-গুরুর ভূমিকায় দেখা যাবে নুসরাতকে। অনুষ্ঠানের নাম ‘ইশক উইথ নুসরাত’।

এই অনুষ্ঠানের বিষয়ে কথা বলতে বৃহস্পতিবার (১১ নভেম্বর) গণমাধ্যমের মুখোমুখি হন নুসরাত। সেখানে তিনি বলেন, ‘আমি ভাবতাম যে, আমার জীবনেই প্রেম-ভালোবাসা নিয়ে সমস্যা হয়। কিন্তু বিশ্বাস করুন, এই সমস্যা সকলেরই হয়। হয়ত সেটা প্রকাশ্যে আসে না। এটা নিয়েই অনুষ্ঠানে কথা বলব। বিশ্বাস করো, প্রেম-ভালোবাসায় অজস্র সমস্যা হয়। এটা আমি বলছি না, মানুষেরা বলছে। তাদের উপদেশ দিতে গিয়ে আমি উপলব্ধি করেছি।”

একটি সম্পর্ক ভেঙে গেলে হতাশ হওয়া উচিৎ নয় বলে মনে করেন নুসরাত। তার মতে, নিজেকে নতুন সুযোগ দেওয়া উচিৎ। নায়িকার ভাষ্য, ‘এই প্রেম জিনিসটা খুব কঠিন। সম্পর্ক ভাঙলে মন ভাঙবেই। কিন্তু নিজেকে নতুন করে সুযোগ দিন।’

জানা গেছে, নুসরাতের এই অনুষ্ঠানে অতিথি হয়ে আসছেন রাজনীতিবিদ মদন মিত্র, তার প্রেমিক-অভিনেতা যশ দাশগুপ্ত ও অভিনেত্রী ঋতাভরী চক্রবর্তীর মতো পরিচিত ব্যক্তিরা। তারা নিজ নিজ সম্পর্কের গল্পগুলো শেয়ার করবেন শ্রোতাদের সঙ্গে। আবার অনুষ্ঠানে মেসেজ ও কলের মাধ্যমে যুক্ত হওয়া শ্রোতাদের পরামর্শও দেবেন।

প্রসঙ্গত, ২০১৯ সালে ব্যবসায়ী নিখিল জৈনকে বিয়ে করেছিলেন নুসরাত। গত বছরের মাঝামাঝি সময়ে তিনি ওই সংসার ছেড়ে চলে আসেন। এরপর যশের সঙ্গে বসবাস শুরু করেন। তবে যশের সঙ্গে তার বিয়ে হয়েছে কিনা, তা এখনো জানা যায়নি। কয়েক মাস আগে একটি পুত্র সন্তানের মা হয়েছেন নুসরাত। এই সন্তানের বাবা যশ, তা কিছু দিন আগেই স্বীকার করেছেন অভিনেত্রী।

কেআই

Link copied