মেকআপহীন ছবি দেখে ভয় পেলেন শ্রাবন্তী

Dhaka Post Desk

বিনোদন ডেস্ক

১৪ নভেম্বর ২০২১, ১১:০৫ পিএম


মেকআপহীন ছবি দেখে ভয় পেলেন শ্রাবন্তী

মুখে মেকআপ নেই, চোখে মোটা ফ্রেমের চশমা। চুল পেছনের দিকে টেনে বাঁধা। একদম গ্ল্যামবিহীন চেহারা নিয়ে ক্যামেরার সামনে ধরা দিয়েছিলেন শ্রাবন্তী চ্যাটার্জি। সেই ছবি তাকে টুইটারে শেয়ার করেছেন প্রযোজক রানা সরকার। ট্যাগ করেছেন শ্রাবন্তীকেও। নিজের মেকআপহীন ওই ছবিটি দেখে চমকে ওঠেছেন অভিনেত্রী নিজেই।

শ্রাবন্তীর ছবি শেয়ার করে রানা সরকার লিখেছিলেন, ‘আমার চশমার ফ্রেমে তার প্রত্যাবর্তন।’

আরও পড়ুন : পরকীয়ায় ভাঙল অনুপম রায়ের সংসার, অভিযোগ পরমব্রতর দিকে!

সেই ছবি শেয়ার করে আবার শ্রাবন্তী চমকে যাওয়ার দুইটি ইমোজি ব্যবহার করে লিখেছেন, ‘আমাকে ভয়ংকর লাগছে দেখতে’। অবশ্য মজার ছলেই একথা লিখেছেন তিনি।

dhaka post

দুইদিন আগেই টুইটারের মাধ্যমে বিজেপির সঙ্গে সব ধরনের সম্পর্ক ছিন্ন করার কথা ঘোষণা করেন অভিনেত্রী শ্রাবন্তী। সেখানে তিনি বলেন, ‘যে দলের হয়ে গত বিধানসভা নির্বাচনে লড়েছিলাম, সেই বিজেপির সঙ্গে সব সম্পর্ক ছিন্ন করছি। বাংলার জন্য তাদের উদ্যোগী মনোভাব ও আন্তরিকতার অভাব দেখেই এই সিদ্ধান্ত।’

আরও পড়ুন : ৫২ কোটি টাকা বেতন, শাহরুখের ম্যানেজার পূজা আসলে কী করেন?

চলতি বছরের নির্বাচনে বেহালা পশ্চিম কেন্দ্র থেকে পার্থ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে গেরুয়া শিবিরের প্রার্থী ছিলেন তিনি। ভোটে পরাজিত হন। তারপর থেকেই বাড়তে থাকে বিজেপির সঙ্গে দূরত্ব। অবশেষে ছেড়ে দিলেন দল।

এমএইচএস

Link copied