ওমরাহ করতে গেছেন ফাহমিদা নবী

Dhaka Post Desk

বিনোদন ডেস্ক

১৬ নভেম্বর ২০২১, ১২:১০ পিএম


ওমরাহ করতে গেছেন ফাহমিদা নবী

পবিত্র ওমরাহ পালন করতে সৌদি আরব গেছেন দেশের নন্দিত সংগীতশিল্পী ফাহমিদা নবী। এরইমধ্যে গত বৃহস্পতিবার (১১ নভেম্বর) মদিনায় গেছেন তিনি। সেখানে প্রার্থনাও করেন তিনি।

আগামী বৃহস্পতিবার (১৮ নভেম্বর) মক্কায় গিয়ে ওমরাহ পালন করবেন ‘লুকোচুরি গল্প’ খ্যাত এই গায়িকা। ওমরাহ পালনের জন্য ফাহমিদার সঙ্গে গেছেন তার ছোট বোন অন্তরা এবং আরও কয়েকজন আত্মীয়স্বজন। ফাহমিদা নবী নিজেই ঢাকা পোস্টকে এসব তথ্য নিশ্চিত করেন।

Dhaka Post
মদিনায় বোন অন্তরার সঙ্গে ফাহমিদা নবী

তিনি বলেন, ‘এবারই প্রথম আমি পবিত্র ওমরাহ পালনের জন্য সৌদি আরব এসেছি। এখানকার পরিবেশ এবং যা দেখছি তা মুখে বলে প্রকাশ করার মতো নয়। মদিনায় গিয়ে দারুণ শান্তি পেয়েছি। এখন মক্কা যাওয়ার জন্য অপেক্ষায় আছি।  সত্যি বলতে অনেক ভালো অনুভূতি হচ্ছে। দোয়া করবেন আল্লাহপাক যেন আমাদের কবুল করেন।’

ফাহমিদা নবী আরও জানান, ওমরাহ পালন শেষে আগামী ২৩ নভেম্বর দেশে ফিরবেন তিনি। এরপর হাত দেবেন নিজের নতুন কাজে।

আরআইজে

Link copied