ডিভোর্সের ৮ বছর পরও স্বামীর জন্য শ্রীলেখার মন খারাপ!

Dhaka Post Desk

বিনোদন ডেস্ক

২১ নভেম্বর ২০২১, ০২:৫২ পিএম


ডিভোর্সের ৮ বছর পরও স্বামীর জন্য শ্রীলেখার মন খারাপ!

অডিও শুনুন

টালিউডের জনপ্রিয় অভিনেত্রী শ্রীলেখা মিত্র ব্যক্তিগত জীবনে স্পষ্টবাদী মানুষ। সোজাসাপ্টা কথা বলা কিংবা সাহসী রূপে আবির্ভুত হতে পছন্দ করেন তিনি। এ কারণেই হয়ত প্রিয় মানুষটির সঙ্গে পথচলা দীর্ঘ হয়নি। ১০ বছর সংসার করে ২০১৩ সালে বিবাহবিচ্ছেদ করেন অভিনেত্রী।

২০০৩ সালের ২০ নভেম্বর শিলাদিত্য স্যান্নালকে বিয়ে করেছিলেন শ্রীলেখা। গতকাল ছিল তাদের বিবাহবার্ষিকী। তাদের সম্পর্কটা ৮ বছর আগেই অতীত হয়েছে। কিন্তু এখনো স্বামীর জন্য তার মন খারাপ হয়। তাইতো ভেঙে যাওয়া বিয়ের তারিখটা মনে রেখে আবেগঘন পোস্ট দিয়েছেন সোশ্যাল মিডিয়ায়।

আরও পড়ুন : কেন হঠাৎ সাদাকালো রূপে শ্রীলেখা?

শনিবার (২০ নভেম্বর) বিয়ের একটি ছবি শেয়ার করেন শ্রীলেখা। ক্যাপশনে লেখেন, ‘কিছু কিছু দিন জীবনে এমন দাগ কেটে যায় বা এমন ক্ষত দিয়ে যায়, যা চিরতরে থেকে যায়। একইসঙ্গে সেই ক্ষত যন্ত্রণার আবার ভালোলাগারও। ২০০৩ সালের এমনই এক ২০ নভেম্বর বিয়ে করেছিলাম। আর এই ২০ নভেম্বরই আমার বাবার জন্মদিন। দুটো দিনই আজ আমার জীবনে অতীত। বিয়েও অতীত হয়েছে আর বাবাও ছেড়ে চলে গেছে। আমি শুধু স্মৃতির পাতা ওল্টাচ্ছি।’

কিছু দিন আগেই শ্রীলেখার বাবা মারা গেছেন। মৃত্যুর পর এটিই প্রথম জন্মদিন ছিল। তাই বিশেষ দিনটিতে অভিনেত্রীর মন কতখানি ভারি হয়েছে, তা বাড়িয়ে বলা নিষ্প্রয়োজন।

আরও পড়ুন : সাহসী ছবি দিয়ে কী বললেন শ্রীলেখা?

উল্লেখ্য, শ্রীলেখা ও শিলাদিত্যের সংসারে একটি কন্যার জন্ম হয়েছিল। তার নাম ঐশী। মেয়ে এখন মায়ের কাছেই থাকে। তবে বাবার সঙ্গেও যোগাযোগ নিয়মিত। সন্তানের কথা ভেবে শ্রীলেখা ও শিলাদিত্যও তাদের মধ্যে সুন্দর সম্পর্ক বজায় রেখেছেন।

কেআই/আরআইজে

Link copied