১ টাকা পারিশ্রমিকে বঙ্গবন্ধুর বায়োপিকে জায়েদ খান

Dhaka Post Desk

বিনোদন ডেস্ক

২২ নভেম্বর ২০২১, ০৪:৫০ পিএম


১ টাকা পারিশ্রমিকে বঙ্গবন্ধুর বায়োপিকে জায়েদ খান

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে নির্মাণাধীন সিনেমা ‘বঙ্গবন্ধু’র সঙ্গে এবার যুক্ত হলেন ঢাকাই সিনেমার আলোচিত নায়ক জায়েদ খান। এতে টিক্কা খানের চরিত্রে দেখা যাবে তাকে। আজ (২২ নভেম্বর) এ সিনেমায় অভিনয়ের জন্য চুক্তিবদ্ধ হয়েছেন জায়েদ। তিনি নিজেই বিষয়টি গণমাধ্যমে নিশ্চিত করেছেন। এ সিনেমায় অভিনয়ের জন্য পারিশ্রমিক হিসেবে মাত্র ১ টাকা নেবেন জায়েদ।

এ প্রসঙ্গে জায়েদ খান নিশ্চিত করে বলেন, 'আমি মুম্বাইতে সিনেমাটিতে অভিনয়ের জন্য অডিশন দিয়ে এসেছি। সেখানেই আমার পোশাকের মাপ নেওয়া হয়েছে। আমি এই চলচ্চিত্রে টিক্কা খানের চরিত্রে অভিনয় করব। বঙ্গবন্ধুর বায়োপিকের মতো এমন স্বপ্নের প্রোজেক্টের অংশ হতে পেরে আমি অনেক আনন্দিত।’

জায়েদ খান আরও বলেন, বঙ্গবন্ধুর জন্য ভালোবাসা থেকে কাজ করতে যাচ্ছি, এরচেয়ে বড় প্রাপ্তি তো হতে পারে না। ফলে মাত্র ১ টাকা পারিশ্রমিকে কাজটি করছি।

Dhaka Post

বাংলাদেশ ও ভারত সরকারের যৌথ প্রযোজনায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বায়োপিক ‘বঙ্গবন্ধু’ নির্মাণ করছেন বলিউড নির্মাতা শ্যাম বেনেগাল। চলতি বছরের জানুয়ারির শেষ দিকে মুম্বাইয়ের দাদা সাহেব ফালকে স্টুডিওতে সিনেমাটির প্রথম ধাপের শুটিং শুরু হয় এবং তা চলে এপ্রিল পর্যন্ত।

মার্চে সিনেমাটি মুক্তির কথা থাকলেও করোনার কারণে শুটিং শেষ করা সম্ভব হয়নি। তাই ২০২২ সালের মার্চে বঙ্গবন্ধুর জন্মদিন উপলক্ষে সিনেমাটি মুক্তি পেতে পারে। তার আগে কিছুদিনের মধ্যে সিনেমাটির বাংলাদেশ অংশের শুটিং সম্পন্ন করা হবে।

উল্লেখ্য, বঙ্গবন্ধুর বায়োপিকে বঙ্গবন্ধুর চরিত্রে চিত্রনায়ক আরিফিন শুভ, শেখ হাসিনার একটি চরিত্রে চিত্রনায়িকা নুসরাত ফারিয়া, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছার চরিত্রে অভিনয় করছেন নুসরাত ইমরোজ তিশা। এছাড়াও শতাধিক অভিনয়শিল্পী সিনেমাটিতে অভিনয় করছেন।

আরআইজে

Link copied