৫ বছর পর রাজের নাটকে আরফিন রুমির গান

Dhaka Post Desk

বিনোদন ডেস্ক

২৫ নভেম্বর ২০২১, ০৮:২৭ পিএম


৫ বছর পর রাজের নাটকে আরফিন রুমির গান

নির্মাতা মুহাম্মদ মোস্তফা কামাল রাজ ও সংগীতশিল্পী আরফিন রুমির একসঙ্গে বেশ কিছু কাজ করেছেন। রাজের নির্মিত ‘ছায়া-ছবি’ ও ‘তারকাঁটা’ সিনেমার সংগীত পরিচালনা করেছিলেন রুমি। এছাড়া ২০১৬ সালে রাজের ‘সম্রাট’ সিনেমায়ও ছিল রুমির গান।

এরপর দীর্ঘ ৫ বছরের বিরতি। অবশেষে ফের এক প্রোজেক্টে কাজ করলেন রাজ-রুমি। ‘মায়ায় থেকো’ নামের একটি নাটক বানিয়েছেন রাজ। এতে গান গেয়েছেন আরফিন রুমি। গানের শিরোনাম ‘তোমায় হারিয়ে ফেলেছি’। এটি লিখেছেন জাহিদ আকবর। সুর ও সংগীতায়োজন করেছেন রুমি নিজেই।

ফের আরফিন রুমির সঙ্গে কাজ করা প্রসঙ্গে মুহাম্মদ মোস্তফা কামাল রাজ বলেন, ‘আরফিন রুমির গায়কী সবারই পছন্দ। নতুন নাটকটির গান রুমিই ভালোভাবে তৈরি করতে পারবে বলে মনে হয়েছে আমার। সেজন্য তাকে দায়িত্বটা দিয়েছি। আশা করি, শ্রোতাদের হৃদয় ছুঁয়ে যাবে এই গান।’

Dhaka Post

রাজ জানান, আগামী সপ্তাহে সিনেমাওয়ালা মিউজিক চ্যানেলে নতুন গানটি প্রকাশ হবে ইউটিউবে।

পরিচালনা ছাড়া এই নাটকের গল্পও লিখেছেন রাজ। এতে অভিনয় করেছেন মনিরা মিঠু, মুশফিক আর. ফারহান ও সারিকা সাবরিন। এর শুটিং হয়েছে সিলেটের বিয়ানীবাজারে। নাটকটি প্রযোজনা করেছে রাজের প্রতিষ্ঠান সিনেমাওয়ালা। চলতি বছরই নাটকটি ইউটিউবে প্রচার হবে।

কেআই

Link copied