অক্ষয়ের মন জয় করলেন দুই ইউটিউবার

অক্ষয় কুমারের সিনেমা ‘সূর্যবংশী’ মুক্তির পর বক্স অফিসের প্রায় সব রেকর্ড ভেঙে দিয়েছে। নভেম্বরের শুরুতে মুক্তি পায় এ সিনেমা। রোহিত শেঠি পরিচালিত এ সিনেমায় রয়েছে একাধিক গ্রুভি ট্র্যাক। ভক্তদেরও মন মজেছে সেই সব গানে। এবার ইন্দোনেশিয়ার এক ইউটিউবার ‘সূর্যবংশী’ সিনেমার ‘নাজা’ গানে এমনই নাচলেন, তাতে যে শুধু নেটপাড়ার লোকজনের মন জয় হয়েছে তা নয়, মন জয় হয়েছে খোদ খিলাড়ি অক্ষয় কুমারেরও।
‘সূর্যবংশী’ সিনেমার ‘নাজা’ গানটি বেশ জনপ্রিয় হয়েছে। এ গানে দেখা গেছে অক্ষয় কুমার ও ক্যাটরিনা কাইফকে। এবার সেই গানের রিক্রিয়েশন করলেন ইন্দোনেশিয়ার দুই ইউটিউবার। একজনকে দেখা গেল অক্ষয় কুমারের ভূমিকায় আরেকজনকে দেখা গেল ক্যাটরিনা কাইফের ভূমিকায়। মাতিয়ে দিলেন দুজনেই। সেই ভিডিও দেখে অক্ষয় কুমার রিঅ্যাক্ট করার পর তা আবার রীতিমতো ভাইরালও হয়ে গেছে।
— Puputt_Asiih (@puputt_VL0405) November 30, 2021
এ দুই ইউটিউবার অক্ষয় ও ক্যাটরিনার নাচের স্টাইল পুরোপুরি কপি করেছেন। কপি করেছেন, অক্ষয়-ক্যাটরিনার পোশাক-আশাকও। এমনকি যে রাস্তায় এ গানের শুটিং হয়েছে, সেখানেই ‘নাজা’ গানটি রিক্রিয়েট করেছেন এ দুই ইউটিউবার। পার্কিং লট থেকে শুরু করে রাস্তাঘাট সবই যেন অরিজিনাল গানেরই ফিল দিয়েছে। এ ক্লিপটি টুইটারে শেয়ার করে একজন লিখছেন, ‘হাই আক্কি @অক্ষয়কুমার ইন্দোনেশিয়ার এ দুই ইউটিউবার নাজা গানটি রিক্রিয়েট করেছেন। আপনার কেমন লাগল? পছন্দ হয়েছে? আমারা মনে হয়, আপনারও ভালো লাগবে এ #নাজাভিডিও। অনেক ধন্যবাদ স্যার।’
এ ভিডিও অক্ষয় কুমারেরও খুব ভালো লেগে যায়। ভিডিও দেখে টুইটে রিপ্লাই করে খিলাড়ি অভিনেতা লিখছেন, ‘এ রিক্রিয়েশন আমার খুব ভালো লেগেছে। অসাধারণ প্রচেষ্টা।’
— Akshay Kumar (@akshaykumar) December 1, 2021
‘সূর্যবংশী’ সিনেমা মুক্তি পাওয়ার কথা ছিল চলতি বছরের ২৪ মার্চ। কিন্তু সেই সময় দেশজুড়ে করোনার দ্বিতীয় ঢেউ আছড়ে পড়ার ফলে তা পরে পিছিয়ে দেওয়া হয়।
শেষমেশ ৫ নভেম্বর দীপাবলির সময় সিনেমাটি মুক্তি পায়। নাজা গানটি ছাড়াও ছবিতে রয়েছে ‘আইলা রা আইলা’, ‘মেরে ইয়ারা’ এবং ‘টিপ টিপ ভারসা পানি’। প্রতিটি গানই ব্যাপক জনপ্রিয় হয়েছে।
সূত্র: টিভি৯বাংলা
এসএসএইচ