শাড়িতে তিলোত্তমা নুসরাত

Dhaka Post Desk

বিনোদন ডেস্ক

০৬ ডিসেম্বর ২০২১, ০৭:০০ এএম


শাড়িতে তিলোত্তমা নুসরাত

বাঙালি নারীর জন্য শাড়ি মানেই হচ্ছে এক সৌন্দর্যের ব্যাকরণ। আর সেই ব্যাকরণে নিজেকে জড়িয়ে সম্প্রতি ইন্সটাগ্রাম পেজে একটি সুন্দর ডুয়াল-টোনড হ্যান্ডলুম শাড়ি পরা নিজের ছবি শেয়ার করেছেন বাঙালি অভিনেত্রী তথা তৃণমূল সাংসদ নুসরাত জাহান। বাড়ির ছাদে কাপ হাতে নিয়ে ছবিদুটিতে দীপ্তিময় দেখাচ্ছিল তাকে। 

বেবি-পিঙ্ক ও পাউডার-ব্লু তাঁত হ্যান্ডলুম শাড়ি বেছে নিয়েছিলেন এদিন। পারে ছিল পুরু ধুসর রঙের সীমানা। শাড়ির সঙ্গে ম্যাচিং করা গোলাপি রঙের ব্লাউজ পরেছিলেন তিনি। মেকআপেও ছিল মিনিম্যাল টাচ। ন্যুড মেকআপেও নুসরাত যে তিলোত্তমা, তা বলাই বাহুল্য। ব্ল্যাক আইলাইনার, মাস্কারার অল্প ছোঁয়ায় তিনি সর্বদাই অপরূপা। ঠোঁটে পিংক লিপশেড আর ব্লাশে তিনি যে ভোরের দীপ্তি তা আর বলে দিতে হবে না। নীল রঙের কানের দুল আর কপালে ছোট্ট একটি টিপ, বাঙালি নারীর জন্য এতটুকুই যথেষ্ট।

চলতি বছরের অগস্টে একটি পুত্রসন্তানের জন্ম দেন নুসরাত। নাম রেখেছেন ইসান। জন্মের শংসাপত্রে শিশুর পিতা হিসেবে নাম রয়েছে বাংলা সিনেমা জগতের অন্যতম জনপ্রিয় নায়ক যশ দাশগুপ্ত।

আইএসএইচ

Link copied