কারণ দর্শাতে হবে নুসরাত ও মিমিকে

Dhaka Post Desk

বিনোদন ডেস্ক

০৮ ডিসেম্বর ২০২১, ০৮:৩৬ এএম


কারণ দর্শাতে হবে নুসরাত ও মিমিকে

আবারও আলোচনায় ভারতের মিমি চক্রবর্তী ও নুসরাত জাহান। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ডাকা সংসদীয় বৈঠকে গড়হাজির হওয়ায় এবার শোকজ করা হলো এই দুই তারকা তৃণমূল সংসদ সদস্যকে। দলীয় বৈঠকে তারা কেন অনুপস্থিত তা জানাতে বলা হয়েছে মিমি ও নুসরাতকে।

শীতকালীন অধিবেশনের শুরুতেই দিল্লিতে দেখা যায় মিমি ও নুসরাতকে। সদ্য মা হওয়া নুসরাত সন্তানকে রেখেই সংসদ অধিবেশনে যোগ দিতে দিল্লি যান। সম্প্রতি কংগ্রেসের সংসদ সদস্য শশী থারুরের সঙ্গে একটি সেলফিতে দেখা গিয়েছিল তাদের। ছবি পোস্ট করে শশী লিখেছিলেন, ‘কে বলেছে কাজ করার জন্য লোকসভা আকর্ষিত জায়গা নয়?’

কংগ্রেস সংসদ সদস্যের এই টুইট ঝড় তুলেছে নেট পাড়ায়। কেউ কেউ তার স্পোর্টসম্যান স্পিরিটকে বাহবা দিয়েছেন। অনেকে আবার কেবলমাত্র নারীদের তারিফ করায় তাকে ট্রোলও করেছেন।

অমরিন্দ্র সিংয়ের স্ত্রী প্রণীত কৌর, এনসিপির সংসদ সদস্য সুপ্রিয়া সোলে, কংগ্রেসের জ্যোতিমনি এবং তামিজাচি থাঙ্গাপান্ডিয়া ছাড়াও ওই ফ্রেমে ছিলেন বাংলার দুই তারকা সংসদ সদস্য মিমি ও নুসরাত।

এমএইচএস

Link copied