বাবা হারালেন অভিনেত্রী নওশাবা

Dhaka Post Desk

বিনোদন ডেস্ক

০৯ ডিসেম্বর ২০২১, ০১:০৪ পিএম


বাবা হারালেন অভিনেত্রী নওশাবা

বাবা হারিয়েছেন বড় ও ছোট পর্দার অভিনেত্রী কাজী নওশাবা আহমেদ। তার বাবা বাংলাদেশ সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কর্ণেল কাজী সেলিম উদ্দিন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আজ বৃহস্পতিবার (৯ ডিসেম্বর) রাত সাড়ে ৩টার দিকে মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৮ বছর।

নওশাবা নিজেই ঢাকা পোস্টকে বাবা হারানোর সংবাদটি নিশ্চিত করেছেন। তিনি জানান, সিএমএইচ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তার বাবা।

জানা গেছে, বেশ কয়েকদিন ধরেই অসুস্থ ছিলেন নওশাবার বাবা কাজী সেলিম উদ্দিন। সিএমএইচ হাসপাতালে চলছিল তার চিকিৎসা। সেই ছবিও সামাজিক মাধ্যমে প্রকাশ করেছিলেন এই অভিনেত্রী। শেষ রক্ষা আর হলো না। সবাইকে কাঁদিয়ে না ফেরার দেশে চলে গেলেন তিনি। 

নওশাবা আরও জানান, তার বড় দুই ভাই কাজী জুবায়ের আহমেদ যুক্তরাষ্ট্র এবং কাজী জুনায়েদ আহমেদ কানাডায় থাকেন। তারা ফিরলে ১২ ডিসেম্বর ক্যান্টমেন্টে আর্মিদের কবরস্থানে তার বাবা কাজী সেলিম উদ্দিনকে সমাহিত করা হবে।

উল্লেখ্য, কাজী নওশাবা আহমেদের গ্রামের বাড়ি খুলনায়। বেশ কিছু নাটক-টেলিফিল্মের পাশাপাশি ১০টির বেশি সিনেমায় অভিনয় করেছেন তিনি।

আরআইজে

Link copied