এবার বাংলা খেয়াল উৎসব আজাদ রহমান স্মরণে

৮ম বারের মতো চ্যানেল আইতে শুরু হচ্ছে ‘ইস্পাহানি মির্জাপুর বাংলা খেয়াল উৎসব’। বাংলা খেয়ালের উদ্যোক্তা ও কিংবদন্তি সংগীত ব্যক্তিত্ব আজাদ রহমানকে স্মরণ করে হবে এবারের আয়োজন। তাঁর হাত ধরেই এই উৎসব শুরু করেছিল চ্যানেল আই। কিন্তু গেল বছর প্রয়াত হন উৎসবের অন্যতম আয়োজক, বাংলা খেয়ালের উদ্যোক্তা, সংগীতজ্ঞ ও সংস্কৃতি কেন্দ্রের চেয়ারম্যান প্রয়াত আজাদ রহমান।
‘ইস্পাহানি মির্জাপুর বাংলা খেয়াল উৎসব ২০২১’ শুরু হবে আগামীকাল ৩১ জানুয়ারি (রবিবার) বিকাল ৫টা ২০ মিনিটে। চলবে ১ ফেব্রুয়ারি সকাল ৯টা পর্যন্ত। উৎসবের বিস্তারিত তুলে ধরতে ৩০ জানুয়ারি (শনিবার) তেজগাঁও চ্যানেল আই ভবনে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
যেখানে উপস্থিত ছিলেন চ্যানেল আইয়ের পরিচালক ও বার্তাপ্রধান শাইখ সিরাজ, সংগীত ব্যক্তিত্ব ও ওস্তাদ করিম শাহাবুদ্দিন, ডক্টর অসিত রায়, প্রয়াত আজাদ রহমানের সহধর্মিনী সেলিনা আজাদ, অধ্যাপক ডক্টর নাশিদ কামাল প্রমুখ।
সংবাদ সম্মেলনে শাইখ সিরাজ বলেন, এবারের আসরটি অন্য যে কোন বছরের তুলনায় একটু ভিন্নতর। এ বছর করোনা পরিস্থিতির কারণে আমাদের জীবন যাত্রায় যেমন পরিবর্তন এসেছে, ঠিক তেমন গত এক বছরে আমরা অনেক বিশিষ্ট ব্যক্তিত্বকে হারিয়েছি। যাদের মধ্যে অন্যতম একজন হলেন বাংলা খেয়ালের উদ্যোক্তা প্রয়াত আজাদ রহমান। এ বছর তাকে স্মরণ করেই হবে পুরো আয়োজন।’
তিনি আরো বলেন, আমরা যেন প্রতি বছরই বাংলা খেয়াল উৎসব সফল করতে পারি এবং প্রয়াত আজাদ রহমানের স্বপ্ন বাস্তবায়নে সহায়তা করতে পারি।
উল্লেখ্য, এ বছর করোনার কারণে ছোট পরিসরে হবে এ উৎসব। চ্যানেল আইতে সরাসরি সম্প্রচার করবে তাদের ৪ নম্বর স্টুডিও থেকে।
আরআইজে