জাভেদ আখতারে মুগ্ধ আরিফিন শুভ

বলিউডের কিংবদন্তি গীতিকবি, চিত্রনাট্যকার, কবি ও রাজনীনৈতিক বিশ্লেষক জাভেদ আখতারে মুগ্ধ হয়েছেন দুই বাংলার জনপ্রিয় অভিনেতা আরিফিন শুভ। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বায়োপিকের মূল চরিত্রে অভিনয় করার জন্য এখন মুম্বাইয়ে অবস্থান করছেন ঢাকাই সিনেমার এই নায়ক। তারই সুবাদে বলিউডের অসংখ্য জনপ্রিয় গানের গীতিকার জাভেদ আখতারের বাসায় গিয়ে তাঁর সাক্ষাৎ পান।
সেখানে এক ফাঁকে জাভেদ আখতারের সঙ্গে ছবিও তোলেন শুভ। পরে তা নিজের ফেসবুক পেজ ও ইন্সট্রাগামে প্রকাশ করেন।
শনিবার (৩০ জানুয়ারি) রাতে প্রকাশ করা ছবিটির ক্যাপশনে আরিফিন শুভ লেখেন, “একজন সত্যিকারের কিংবদন্তি, যাঁকে পরিচয় করিয়ে দেওয়ার কোনো দরকার নেই। এক অভূতপূর্ব সন্ধ্যা; একটি স্বপ্ন সত্যি হলো, না কি আমি এখনো স্বপ্ন দেখছি? তিনিই সে ব্যক্তি, যিনি ‘শোলে’ থেকে ‘ডন’, ১৯৪২ সাল থেকে ‘জিন্দেগি না মিলেগি দোবারা’য় বহু অমর গীতিকবিতা লিখেছেন... হৃদয়ের গভীরে খোদাই করা আপনার লেখা প্রতিটি শব্দের গভীর তাৎপর্য রয়েছে, আজকের আমার ওপর বড় প্রভাব ফেলেছে।”
আবেগে আপ্লুত শুভ আরও যোগ করেন, ‘আপনার ঘরে আপনার সামনে আমার এই উপস্থিতি কতটা আবেগের, সেটি ভাষায় সেটা প্রকাশ করা যাবে না। এই জাদুকরি সন্ধ্যায় আপনি ছিলেন আমার কাছে কেকের ওপর একটি চেরি ফলের মতো।’
বলিউডের প্রখ্যাত পরিচালক শ্যাম বেনাগালের পরিচালনায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনীনির্ভর সিনেমা ‘বঙ্গবন্ধু’র শুটিং চলছে মুম্বাইয়ের দাদা সাহেব ফালকে স্টুডিওতে। সিনেমাটির প্রধান চরিত্রে অভিনয় করছেন আরিফিন শুভ।
বাংলাদেশ ও ভারত সরকারের যৌথ প্রযোজনায় সিনেমাটিতে বলিউডের কিংবদন্তি গীতিকার জাভেদ আখতার গান লিখছেন বলে গুঞ্জন রয়েছে। সেই সূত্র ধরেই শুভ জাভেদ আখতারের সান্নিধ্য পেয়েছেন বলে ধারণা করা হচ্ছে।
পাঁচবার ভারতের জাতীয় চলচ্চিত্র পুরস্কার, পদ্মশ্রী এবং পদ্মভূষণ পাওয়া এই সংগীত ব্যক্তিত্ব ‘বঙ্গবন্ধু’ সিনেমায় সত্যিই গান লিখছেন কিনা তা জানতে আরো কিছুদিন অপেক্ষা করতে হবে।
আরআইজে