দূরবীনের ‘দিও খবর’

Dhaka Post Desk

বিনোদন ডেস্ক

১৯ ডিসেম্বর ২০২১, ০৫:৩২ পিএম


দূরবীনের ‘দিও খবর’

২০০৪ সালে যাত্রা শুরু করেছিল দেশের জনপ্রিয় ব্যান্ড দূরবীন। গত ১৭ বছরের ক্যারিয়ারে বেশ কয়েকটি জনপ্রিয় গান উপহার দিয়েছে ব্যান্ডটি। সম্প্রতি নতুন একটি গানের কাজ শেষ করছে তারা।

গানটির শিরোনাম ‘দিও খবর’। এর কথা লিখেছেন নাহিদ হাসান। সুর করেছেন ব্যান্ডের দলনেতা ও গায়ক শহীদ। সংগীতায়োজনে দূরবীন। আগামী ২২ ডিসেম্বর গানটি প্রকাশ পাবে বলে জানিয়েছেন দলের সদস্যরা।

ব্যান্ডের দলনেতা শহীদ বলেন, ‘দর্শক-শ্রোতাদের কথা মাথায় রেখে নতুন নতুন গানটি করছি। আশা করছি সবার ভালো লাগবে।’ তিনি আরও জানান, এখন থকে প্রতি মাসে একটি করে গান প্রকাশের ইচ্ছা তাদের। সেই লক্ষ্যেই ১২টি গানের কাজ শেষ করেছেন।

দূরবীনের বর্তমানে লাইনআপে আছেন-শহীদ (ভোকাল), কাজী শুভ (ভোকাল), আইয়ুব শাহরিয়ার (ভোকাল), শাহরিয়ার জামান (ড্রামস), জয়/হৃদয় (গিটার) এবং শাওন (বেজ গিটার)।

আরআইজে

Link copied