শ্রীলেখার পরনে ছিল গোলাপি টপ, চোখে-মুখে তৃপ্তি

Dhaka Post Desk

বিনোদন ডেস্ক

২০ ডিসেম্বর ২০২১, ০৯:২৪ এএম


শ্রীলেখার পরনে ছিল গোলাপি টপ, চোখে-মুখে তৃপ্তি

কলকাতার জনপ্রিয় অভিনেত্রী শ্রীলেখা মিত্র সম্প্রতি দুবাই গেছেন। দুবাইয়ের অন্যতম আকর্ষণ বুর্জ খালিফায় তিনি যাবেন না তা কি হয়? দুবাইয়ের গন্ধ মাখতে মাখতে শ্রীলেখা পৌঁছে গিয়েছিলেন সেই ইমারতে যার উচ্চতা ৮০০ মিটারেরও বেশি।

আরও পড়ুন : মেয়ের বয়সী ছেলেরা বিয়ের প্রস্তাব দিচ্ছে: শ্রীলেখা

রোববার (১৯ ডিসেম্বর) সকাল সকাল নীল ডেনিমের হট প্যান্ট, গোলাপি টপ ও চোখে কালো রোদ চশমা পরে বেরিয়ে পরেছিলেন মুহূর্ত বন্দি করতে। দারুণ সময় কাটাচ্ছেন অভিনেত্রী। 

২০০৯ সাল থেকে পৃথিবীর উচ্চতম ইমারত হিসেবে মাথা উঁচু করে থাকা বুর্জ খালিফায় উঠে গোটা দুবাই দেখা যায়। সূর্যের গরম ছড়িয়ে থাকে দিনের আলোয়। মাঝ ডিসেম্বরের নরম তাপ উষ্ণ করে চারপাশ। কাঁচে ঢাকা পাতলা দেওয়াল থেকে চাক্ষুষ দেখা স্বপ্নভূমি!

আরও পড়ুন : হতাশা থেকে বেরিয়ে আসার উপায় বাতালেন শ্রীলেখা

সেখানে ভিডিও ধারণ করেছেন শ্রীলেখা। পোস্ট করেছেন তার বিভিন্ন সামাজিক মাধ্যমে। তার চোখে মুখে আনন্দ। বেড়াতে যাওয়ার পরিতৃপ্তি।

এইচকে

Link copied