কলকাতার মিমি চক্রবর্তীর সঙ্গে জুটি বাঁধলেন নিরব

Dhaka Post Desk

বিনোদন ডেস্ক

২১ ডিসেম্বর ২০২১, ১২:৫৫ পিএম


কলকাতার মিমি চক্রবর্তীর সঙ্গে জুটি বাঁধলেন নিরব

ঢাকাই সিনেমার নায়ক নিরব হোসাইন এবার জুটি বাঁধলেন ভারতের পশ্চিমবঙ্গের সাংসদ ও নায়িকা মিমি চক্রবর্তীর সঙ্গে। তবে কোনো সিনেমায় নয় একটি মিউজিক ভিডিওতে দেখা যাবে তাদের।

গতকাল (২০ ডিসেম্বর) মধ্যরাতে ভিডিওটির টিজার অবমুক্ত করেছে টিএম রেকর্ডস। এর আগে এটি ‘গান বাংলা’ টিভি  ৮ম প্রতিষ্ঠাবার্ষিকীর মঞ্চে গেয়েছিলেন তাপস ও রুমি।

আরফিন রুমির গাওয়া এই গানটির শিরোনাম ‌‘তুই আর আমি’। কৌশিক হোসেন তাপস ফিচারিং এ গানটির কথাগুলো হলো- ‌‘তুই আর আমি, চল করি পাগলামী/ হয় হোক বদনামি, পৃথিবী দেখুক/ হোক প্রেমেরই জয়, করি না তো ভয়/ যদি হয় ভুল হোক, এভাবে চলুক।’

কাজটি নিয়ে নিরব বলেন, ‘মিমি চক্রবর্তীর অভিনয় আমার ভালো লাগে। প্রথমবারের মতো তার সঙ্গে কাজ করেছি। গানটিও চমৎকার। সব মিলিয়ে প্রজেক্টটি নিয়ে আমরা সবাই বেশ আশাবাদী।’

গানটির মাধ্যমে প্রথমবারের মতো বাংলাদেশের এমন প্রজেক্টে যুক্ত হলেন টলিউডের জনপ্রিয় নায়িকা মিমি। ভিডিওটি পরিচালনা করেছেন কলকাতার খ্যাতনামা নির্মাতা ও নৃত্যশিল্পী বাবা যাদব। শিগগিরই পুরো গানটি উন্মুক্ত করা হবে।

আরআইজে

Link copied