নতুন গানের খবর দিলেন সাঈদা তানি

বাংলাদেশি গায়িকা সাঈদা তানি লন্ডনের বাঙালিদের কাছে বেশ পরিচিত। গত এক যুগ ধরে সেখানে নিয়মিতই গান করে যাচ্ছেন তিনি। তবে গায়িকা নতুন গান-ভিডিও প্রকাশ করে থাকেন মূলত দেশে এসে।
গত ৮ ডিসেম্বর দেশে এসেছেন এই গায়িকা। ঢাকা পোস্টের সঙ্গে আলাপচারিতায় জানিয়েছেন এবার অন্তত দুটি গানের ভিডিও করবেন তিনি। যেগুলোর অডিওর কাজ এরইমধ্যে শেষ।
এরমধ্যে একটির গানের শিরোনাম ‘ইচ্ছে ইচ্ছে ভালোবাসা’। রবিউল ইসলাম জীবনের কথায় গানটির সুর ও সংগীতায়োজন করেছেন ইমন চৌধুরী। অন্য গানটির শিরোনাম ‘অবুঝ একটা মেয়ে’। এটির কথা লিখেছেন সুদীপ কুমার দীপ। সুর ও সংগীতায়োজনে কলকাতার আয়ুশ দাস। এর বাইরে আরেকটি গানেরও ভিডিওর পরিকল্পনা আছে তার।
এবার জানুয়ারির শেষ সপ্তাহ পর্যন্ত দেশে থাকবেন তানি। এরইমধ্যেই গানগুলোর ভিডিওর কাজ শেষ করবেন। সময় পেলে এগুলো প্রকাশেরও ইচ্ছা আছে তার। পাশাপাশি এ সময়টায় সিনেমা, নাটক এবং অন্য যে কোনো মাধ্যমে সুযোগ পেলে গাইতে চান তিনি। গান শোনাতে চান বিভিন্ন স্টেজ শোতেও।
সাঈদা তানি বলেন, ‘করোনার কারণে অনেক দিন দেশে আসা হয়নি। এবার আসতে পেরে খুব ভালো লাগছে। এই সময়টায় যতটা সম্ভব গানের কাজ করতে চাই। দেশে এলে আমি আসলে নতুন কাজ করার জন্য মুখিয়ে থাকি। বলা যায় গানের টানেই মূলত আমি দেশে আসি।’
উল্লেখ্য, লোক গান দিয়েই ক্যারিয়ার শুরু করেছিলেন নরসিংদীর মেয়ে সাঈদা তানি। নিজের প্রথম প্রথম দুটি একক অ্যালবাম ‘তোমারও পিরিতি’ এবং ‘দিল দরিয়া’তেও গেয়েছেন লোকগান। তবে আধুনিকেও দারুণ মানিয়ে যায় তার কণ্ঠ। আর তাই তো ফোকের পাশাপাশি নিয়মিত আধুনিক গানেও কণ্ঠ দিয়ে যাচ্ছেন। বাপ্পা মজুমদারের সুরে তানির ‘যত দূর চোখ যায়’, ইমন চৌধুরীর সুরে ‘জেনে গেছি’ বেশ প্রশংসা কুড়ায়।
আরআইজে