বিটিএসের গানের পোশাক বিক্রি হলো ১ কোটি ৩৬ লাখ টাকায়

কোরিয়ার গণ্ডি পেরিয়ে পুরো বিশ্বে তুমুল জনপ্রিয় কে-পপ ব্যান্ড ‘বিটিএস’। তাদের অন্যতম সফল গান ‘ডিনামাইট’। ব্যান্ডের প্রথম ইংরেজী গান এটি। যা মুক্তির পর ব্যাপক প্রশংসিত হয়। এবার তারা আলোচনায় এলো গানের পোশাক নিয়ে।
ব্যান্ডের সাত তারকা ‘ডিনামাইট’ গানে পরেছিলেন প্যাস্টেল রঙের পোশাক। রেকর্ডিং একাডেমির মিউজিকেয়ারস চ্যারিটি রিলিফের জন্য সেই পোশাক এবার নিলামে উঠলো। আর অল্প সময়ের মধ্যে তা বিক্রিও হয়ে গেছে। জানা যায়, বাংলাদেশের মুদ্রায় প্রায় এক কোটি ৩৬ লাখ টাকা বিক্রি হয়েছে ‘ডিনামাইট’ গানের কস্টিউম। সংগীতশিল্পীদের সাহায্যার্থে ব্যয় করা হবে এই অর্থ।
এই ধরনের চ্যারিটি নিয়মিত করে ব্যান্ড ও ব্যান্ডের সদস্যরা। গত বছর ‘বিটিএস’ পাঁচটি প্রধান পাবলিক আর্ট প্রকল্পের সিরিজ চালু করে। যেখান থেকে বিশ্বের উল্লেখযোগ্য শিল্পী ও কিউরেটরদের সহযোগিতা করা হয়। প্রকল্পটি শুরু হয় লন্ডনের সার্পেনটাইন গ্যালারিতে।
তারুণ্যনির্ভর গানের দল ‘বিটিএস’। কোরিয়ান ভাষার সঙ্গে কয়েকটি ইংলিশ শব্দ জুড়ে দেয়া হয় তাদের গানে। তবে তাদের পূর্ণাঙ্গ ইংরেজী গান ‘ডিনামাইট’। ব্যান্ডের জনপ্রিয়তাকে কয়েক ধাপ এগিয়ে নেয় গানটি। এজন্য ২০২০ সালে প্রথমবার সংগীতের সর্বোচ্চ সম্মানজনক পুরস্কার গ্র্যামির মনোনয়ন পায় এই ব্যান্ড।
উল্লেখ্য, ‘ডিনামাইট’-এর জন্যই লেডি গাগা, টেইলর সুইফটের পাশাপাশি ‘সেরা পপদ গ্রুপ পারফরম্যান্স’ বিভাগের জন্য মনোনয়ন পেয়েছে বিটিএস। গানটি মুক্তির পর ‘বিলবোর্ড হট ১০০’ চার্টের প্রথমে অবস্থান করেছে টানা দুই সপ্তাহ। এছাড়াও ইউটিউবে গানটির ভিডিও বর্তমান ভিউ ৭৮৫ মিলিয়ন। মুক্তির পর দ্রুত সময়ে সর্বাধিক দেখা মিউজিক ভিডিও হিসেবে স্বীকৃতি পেয়েছে গানটি।
এমআরএম