বছরের প্রথম দিনেই দোলার চমক

Dhaka Post Desk

বিনোদন ডেস্ক

০১ জানুয়ারি ২০২২, ০২:০৯ পিএম


বছরের প্রথম দিনেই দোলার চমক

২০১৭ সালের ‘চ্যানেল আই সেরাকণ্ঠ’ প্রতিযোগিতার মাধ্যমে সংগীতাঙ্গনে পরিচিতি পান আছিয়া ইসলাম দোলা। এরপর গত চার বছরে নিজের গায়কী দিয়ে সংগীতাঙ্গনে সুদৃঢ় অবস্থান তৈরি করেছেন।

এবার ইংরেজি নতুন বছরের প্রথম দিনে ভক্তদের নতুন গান উপহার দিলেন এই গায়িকা। গানটির শিরোনাম ‘লীলাবালি’। এটি মূলত জনপ্রিয় একটি ট্রাডিশনাল গান। দোলা এবার গানটিতে কণ্ঠ দিয়েছেন অয়ন চাকলাদারের সংগীতায়োজনে। অয়নের সঙ্গে গানটির র‌্যাপ পার্টও লিখেছেন তিনি।

নিজের নামে খোলা ইউটিউব চ্যানেলে শনিবার (১ জানুয়ারি) গানটি উন্মুক্ত করেছেন গায়িকা। এর ভিডিও করা হয়েছে স্টুডিও ভার্সন আকারে।

গানটি নিয়ে দোলা বলেন, ‘এই গানটি অনেক পরিচিত এবং ঐতিহ্যবাহী একটি গান। নতুন বছরে নিজের ভালোলাগা থেকেই গানটি প্রকাশ করেছি। আশাকরি সবার ভালো লাগবে।’

উল্লেখ্য, সম্প্রতি আরটিভি ফোক স্টেশনের সিজন ফোর-এ তিনটি গান গেয়েছেন দোলা। গানগুলো হলো-‘পোষা পাখি’, ‘কৃষ্ণ পক্ষ’ ও ‘শিরনি খাওয়া’।

আরআইজে

Link copied