ঐন্দ্রিলার ‘নবজন্মে’ রাজ-শুভশ্রীর বিশেষ উপহার

Dhaka Post Desk

বিনোদন ডেস্ক

০২ জানুয়ারি ২০২২, ০২:৪১ এএম


ঐন্দ্রিলার ‘নবজন্মে’ রাজ-শুভশ্রীর বিশেষ উপহার

নিজের অদম্য মনোবল, সঙ্গে মা-বাবা, দিদি ও প্রেমিক সব্যসাচীর অফুরান ভালোবাসা এবং মনের জোরের যোগান তাকে হারতে দেয়নি শেষ পর্যন্ত। বছরব্যাপী মারণ রোগের সঙ্গে লড়াই করে তিনিই শেষমেশ জিতে গেলেন। আর এ জন্য ফেসবুকে ঘটা করে পালিত হল ঐন্দ্রিলার ‘নবজন্ম’। 

বুধবার ছিল অভিনেত্রীর শেষ কেমোথেরাপি। আর দিনের শেষে সেই আনন্দকে কেক কেটে অনুরাগীদের মধ্যে ভাগ করে নিলেন সপরিবারে। সাহসী এ অভিনেত্রীর জন্য শুভেচ্ছা জানিয়ে বিশেষ কেক পাঠালেন কলকাতার অন্যতম জনপ্রিয় জুটি রাজ-শুভশ্রী।

ঐন্দ্রিলার স্বাস্থ্যের ব্যাপারে সব্যসাচী বলেন, তার শরীর ভালো আছে। আচমকা ছুটি পাওয়ায় বেলুড়মঠে যাওয়ার পরিকল্পনাও করেন তারা। তবে আমি মনে করি সদ্য কেমোমুক্ত হওয়ায় ঐন্দ্রিলাকে নিয়ে বেশি দূর যাওয়া উচিত হবে না। 

তবে কী আপনার ছোঁয়ায় সেরে উঠেছেন ঐন্দ্রিলা এমন প্রশ্নের জবাবে এ অভিনেতা বলেন, আর এন টেগর হাসপাতালের প্রত্যেকটি স্টাফ-নার্স এবং ডাক্তারকে অজস্র ধন্যবাদ। তাদের জন্য আজ ঐন্দ্রিলা সুস্থ। তবে তার পাশে থাকাটা আমার কর্তব্য ছিল।

আইএসএইচ

Link copied