‘তোমার জন্যই এই হৃদয়হীন পৃথিবী আমার কাছে সুন্দর’ 

Dhaka Post Desk

বিনোদন ডেস্ক

০২ জানুয়ারি ২০২২, ০৯:৫২ এএম


‘তোমার জন্যই এই হৃদয়হীন পৃথিবী আমার কাছে সুন্দর’ 

ক্যালেন্ডারের পাতা থেকে হারিয়ে গেল আরও একটি বছর। নতুন বছরে নতুন প্রত্যাশা নিয়ে সবাই পা রেখেছে নতুন অধ্যায়ে। যে যে যার যার মতো করে পুরোনো বছরকে বিদায় জানিয়েছে, স্বাগত জানিয়েছেন নতুন বছরকে। 

পুরোনো বছরের বিদায়ে মেয়েকে খোলা চিঠি লিখেছেন অভিনেত্রী স্বস্তিকা। মেয়ের উদ্দেশে স্বস্তিকা লেখেন, আমার ছোট্ট মেয়ে যে আমাকে আলো দেখায়। আমাকে ভালোবাসা ও শক্তি যোগায়। শর্তহীনভাবে আমার পাশে দাঁড়ায়, আমার সঙ্গে লড়ে। 

মেয়ের উদ্দেশে তিনি লেখেন, আমাকে সাহসী করে তুলেছ তুমি। আমি তোমার সেরা মা হয়ে উঠতে পারিনি। বেশিরভাগ সময়ই আমি নিজের মনের সঙ্গে লড়াই করি। আর্টিস্টরা নরম্যাল হয় না। কিন্তু সেই সব সময় তুমি আমার পাশে থেকেছো। 

খোলা চিঠিতে স্বস্তিকা লেখেন, তুমিই আমার আত্মা। ভালো খারাপ সবসময়ই আমি তোমার পাশে থাকব। তোমার সমস্ত স্বপ্ন পূরণ হবে। যদি তা নাও হয় তাহলেও আমরা আমাদের সেরা চেষ্টা করব। 

‘তুমি আমার সঙ্গে রয়েছ, আর আমি তোমার সঙ্গে। আমরা আজীবন একে অপরের সঙ্গে থাকব। নতুন বছরে আমাদের দিনগুলো ভরে উঠুক আলোয়।’ 

‘আমরা ভালোবাসি উচ্চারণ না করেও একে অপরকে ভালোবাসা জানাতে পারি। তোমার জন্যই এই হৃদয়হীন পৃথিবী আমার কাছে সুন্দর।’ বছর শেষে মেয়েকে ভালোবাসা উজাড় করে দিলেন নায়িকা।  

এনএফ

Link copied