দৃষ্টির সঙ্গে মিষ্টি একটি গানে কণ্ঠ দিলেন রাফাত

এই সময়ের জনপ্রিয় গায়ক-সংগীত পরিচালকদের একজন শাহরিয়ার রাফাত। অন্যদিকে গায়িকা হিসেবে এখন বেশ পরিচিত দৃষ্টি আনাম। মজার বিষয় হলো ২০১৭ সালে দৃষ্টি আনাম যে দুটি গানের সমন্বয়ে একটি কভার করে গায়িকা আত্মপ্রকাশ করেছিলেন তার একটি ছিল শাহরিয়ার রাফাতেরই গাওয়া ‘শিরোনামে তুমি’। যার জন্য বেশ সাড়াও পান গায়িকা।
এবার প্রথমবারের মতো একসঙ্গে কোনো গানে কণ্ঠ দিলেন দুই প্রজন্মের এই দুই সংগীতশিল্পী। ইংরেজি নতুন বছরে উপলক্ষ্যে প্রকাশ পেয়েছে ‘এই পূর্ণিমা রাতে’ শিরোনামের গানটি। যার কথা লিখেছেন শাহিনুর মাসুদ । সুর ও সংগীতায়োজনে শাহরিয়ার রাফাত। গানটির ভিডিও নির্মাণ করেছেন অন্বেষা। গান-ভিডিওটি প্রকাশ পেয়েছে ইউটিউবে ‘শাহিনুর মাসুদ’ চ্যানেল থেকে।
গানটি শাহরিয়ার রাফাত বলেন, ‘চেষ্টা করেছি একটা ভালো গান করার। গানটি খুব মিষ্টি। কথাগুলো চমৎকার। দৃষ্টি আনাম খুব দারুণ গেয়েছে। ভিডিওটিও করা হয়েছে গানের সঙ্গে মিল রেখে। আশাকরি শ্রোতারা পছন্দ করবেন।’ রাফাত আরও জানান, সামনে দুজন জুটি বেঁধে নতুন কিছু গান নিয়ে আসবেন।
দৃষ্টি আনাম জনান, ‘ইউটিউবে আমার গাওয়া প্রকাশিত প্রথম গানটির সঙ্গেই জড়িয়ে আছে শাহরিয়ার রাফাত ভাইয়ার নাম। এর চার বছর পর আমি নিজেই তার সঙ্গে দ্বৈত গানে কণ্ঠ দিয়েছি। এটা আমার জন্য অন্যরকম একটি প্রাপ্তি। গানটি শোনার আহ্বান জানাচ্ছি সবাইকে।’
আরআইজে