সুগার পর করোনামুক্ত হলেন ‘বিটিএস’র আরএম ও জিন

মহামারি করোনাভাইরাসের সঙ্গে লড়াই করে সুস্থ হয়েছেন দক্ষিণ কোরিয়ার ব্যান্ড ‘বিটিএস’-এর সদস্য আরএম ও জিন। মঙ্গলবার (৪ জানুয়ারি) তাদের ম্যানেজমেন্ট প্রতিষ্ঠান বিগহিট মিউজিক এই তথ্য নিশ্চিত করে।
গত ২৫ ডিসেম্বর জিন ও আরএমের শরীরে করোনা ধরা পড়ে। এরপর থেকে তারা কোয়ারেন্টিনে ছিলেন। বাড়িতে থেকেই চিকিৎসকের পরামর্শ মোতাবেক ওষুধ নিচ্ছিলেন। করোনা রিপোর্ট নেগেটিভ হওয়ায় মঙ্গলবার দুপুরে তাদের কোয়ারেন্টিন পর্ব শেষ করা হয়েছে।
‘বিটিএস’-এর মোট তিনজন সদস্য করোনায় আক্রান্ত হয়েছেন। আরএম ও জিনের একদিন আগে সুগা ভাইরাসটির থাবায় পড়েন। তবে তিনি সোমবারই (৩ জানুয়ারি) সুস্থ হয়ে গেছেন।
প্রতিনিয়ত সমর্থন ও প্রার্থনা করায় বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা অগণিত ভক্তের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানিয়েছে তাদের ম্যানেজমেন্ট এজেন্সি। ভবিষ্যতে সদস্যদের স্বাস্থ্যের ব্যাপারে আরও সচেতন থাকবেন বলেও জানানো হয়েছে।
উল্লেখ্য, বর্তমান বিশ্বে মিউজিক সেনসেশন হিসেবে পরিচিত ‘বিটিএস’। দক্ষিণ কোরিয়ার কে-পপ ঘরানার এই ব্যান্ড দুই ডজনের বেশি বিশ্বরেকর্ড গড়েছে। তাদের গান, মিউজিক ভিডিও, এমনকি সোশ্যাল মিডিয়ার পোস্টও গিনেজ ওয়ার্ল্ড রেকর্ডে জায়গা করে নিয়েছে।
সম্প্রতি ‘বিটিএস’-এর কনিষ্ঠতম সদস্য জাংকুক ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট চালু করেন। নতুন বছর উপলক্ষে তিনি একটি পোস্ট দেন। সেই পোস্টে মাত্র ২ মিনিটে ১০ লাখের বেশি রিঅ্যাকশন পড়ে। যা পুরো ইনস্টাগ্রামের ইতিহাসে বিরল!
এদিকে তুমুল ব্যস্ততায় কয়েক বছর কাটানোর পর সম্প্রতি গান থেকে বিরতি নিয়েছে ‘বিটিএস’। কনসার্ট, গান এসবের থেকে ছুটি নিয়ে নিজেদের ও পরিবারকে সময় দিচ্ছেন।
কেআই