মুম্বাইতে জীবনের সেরা জন্মদিন কাটালেন শুভ

মঙ্গলবার (২ ফেব্রুয়ারি) ছিল ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেতা আরিফিন শুভ’র জন্মদিন। আর এ বছর নিজের জীবনের সেরা জন্মদিন কাটিয়েছেন বলে জানিয়েছেন ‘ঢাকা অ্যাটাক’ অভিনেতা। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বায়োপিক ‘বঙ্গবন্ধু’র শুটিংয়ে অংশ নিতে বর্তমানে মুম্বাইয়ে অবস্থান করছেন এই অভিনেতা। তাঁর এবারের জন্মদিনও পালিত হলো সেই শুটিং সেটেই।
শুভ নিজেই সামাজিক মাধ্যমে বিশেষ এই দিনটি পালনের একটি ভিডিও প্রকাশ করেন। যাতে দেখা যায়, ‘মুসাফির’ অভিনেতার জন্মদিন উপলক্ষে দুটি কেক কাটা হচ্ছে। এ সময় তাঁর পাশে রয়েছেন ‘বঙ্গবন্ধু’ সিনেমার নির্মাতা শ্যাম বেনেগাল, অভিনেত্রী দিলারা জামান, চঞ্চল চৌধুরী, বাংলাদেশ-ভারতের অন্য অভিনেতা ও কলাকুশলীরা।
‘বঙ্গবন্ধু’র শুটিং সেটে বিশেষ এই জন্মদিন উদযাপনের তিন মিনিটের একটি ভিডিও ফেসবুক ও ইনস্টাগ্রামে প্রকাশ করেন শুভ। বলেন, ‘আমার জন্মদিনে ঢাকাসহ পৃথিবীর যে যেখান থেকে শুভ কামনা জানিয়েছেন, শুভেচ্ছা পাঠিয়েছেন- সবার প্রতি কৃতজ্ঞতা।’ শুভ উচ্ছ্বাস প্রকাশ করে আরো বলেন, ‘আজকে যেটা হলো, সেটা আমার লাইফের বেস্ট বার্থডে। সবাইকে অসংখ্য ধন্যবাদ।’
উল্লেখ্য, ‘বঙ্গবন্ধু’ সিনেমার শুটিংয়ে অংশ নিতে গত ১৯ জানুয়ারি মুম্বাই যান আরিফিন শুভ। ২০ থেকে ২৪ জানুয়ারি পর্যন্ত ওয়ার্কশপের পর ২৫ জানুয়ারি থেকে বায়োপিকটির শুটিং শুরু করেন তিনি। এতে ‘বন্ধবন্ধু’ তথা কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করছেন এই অভিনেতা। সেখানে তাঁর শুটিং চলবে ১০ এপ্রিল পর্যন্ত। এরপর বাংলাদেশে শুটিং হবে আগামী সেপ্টেম্বরে।
আরআইজে