অনেক দিন পর একসঙ্গে ন্যানসি-ইমরান

Dhaka Post Desk

বিনোদন ডেস্ক

১৭ জানুয়ারি ২০২২, ০২:৪২ পিএম


অনেক দিন পর একসঙ্গে ন্যানসি-ইমরান

আজ থেকে এক দশক আগে প্রথম একসঙ্গে গানে কণ্ঠ দিয়েছিলেন দেশের জনপ্রিয় কণ্ঠশিল্পী নাজমুন মুনিরা ন্যানসি ও ইমরান মাহমুদুল। ইমরানের অ্যালবামের ‘তুমি’ অ্যালবামে প্রকাশিত সেই গানের শিরোনাম ‘পাখির ডানা’।

এরপর ২০১৬ সালে ‘বসগিরি’ সিনেমায় তাদের গাওয়া ‘কোনও মানে নেই তো’ শিরোনামের গানটিও দারুণ জনপ্রিয়তা পায়। এছাড়া তারা একসঙ্গে কণ্ঠ দেন ‘চোখের দেখা’ এবং ‘নিয়তি’ সিনেমায়।

দীর্ঘদিন পর আবারও ন্যানসি-ইমরানের কণ্ঠে আসছে নতুন গান। যার শিরোনাম ‘ইশারা’। এটি থাকছে সৈকত নাসির পরিচালিত ‘ক্যাসিনো’ সিনেমায়। বোরবার (১৬ জানুয়ারি) সন্ধ্যায় ইমরানের স্টুডিওতে গানটির রেকর্ডিং সম্পন্ন হয়েছে। মেহেদী হাসান লিমনের কথায় রোমান্টিক এই গানটির সুর-সংগীতায়োজন করেছেন ইমরান নিজেই। এতে পর্দায় ঠোঁট মেলাবেন নিরব ও বুবলী।

গানটি নিয়ে ইমরান বলেন, ‘প্রায় ছয় বছর পর ন্যানসি আপুর সঙ্গে কাজ করলাম। কাজটি করে খুব ভালো লেগেছে। তিনি চমৎকার গেয়েছেন। আশাকরি শ্রোতারা পছন্দ করবেন।’

এদিকে রেকর্ডিং শেষে নিজের ভেরিফায়েড পেজে গানটির খবর ভক্তদের সঙ্গে শেয়ার করেন ন্যানসি। দুই তারকার ভক্তরাই এখন গানটির অপেক্ষায়।

আরআইজে

Link copied