ইমন-নীলাঞ্জনকে শুভ কামনা জানালেন সৃজিত-মিথিলা

Dhaka Post Desk

বিনোদন ডেস্ক

০৩ ফেব্রুয়ারি ২০২১, ০৪:২০ পিএম


ইমন-নীলাঞ্জনকে শুভ কামনা জানালেন সৃজিত-মিথিলা

গত বছরের অক্টোবরে বাগদান সেরেছিলেন কলকাতার জনপ্রিয় গায়িকা ইমন চক্রবর্তী ও সংগীত পরিচালক নীলাঞ্জন ঘোষ। কাগজে কলমে হয়ে যাওয়া সেই বিয়ের আনুষ্ঠানিকতা ছিল বাকি। সেটাও হলো মঙ্গলবার (২ ফেব্রুয়ারি) রাতে।

Dhaka Post

সাত পাঁকে বাঁধা পড়া টলিউডের দুই সংগীত তারকাকে শুভ কামনা জানাতে হাজির হয়েছিলেন দুই বাংলার আলোচিত তারকা দম্পতি কলকাতার নির্মাতা সৃজিত মুখার্জি ও বাংলাদেশের অভিনেত্রী রাফিয়াথ রশিদ মিথিলা। এ সময় তাঁদের সঙ্গে ছিল মিথিলার মেয়ে আয়রা।

অনুষ্ঠানে ইমন-নীলাঞ্জনকে শুভ কামনা জানান সৃজিত-মিথিলা। পরে নব দম্পতির সঙ্গে তোলা ছবি ফেসবুকে প্রকাশ করে তাঁদের অভিনন্দন জানান মিথিলা। কলকাতার জনপ্রিয় সংগীত পরিচালক ইন্দ্রদীপদাস গুপ্তসহ আরো অনেকেকে দেখা গেছে সেই অনুষ্ঠানে।

Dhaka Post

২০১৭ সালে ‘প্রাক্তন’ সিনেমার ‘তুমি যাকে ভালোবাসে’ গানটি দিয়ে আলোচনায় আসেন ইমন চক্রবর্তী। গানটির জন্য সেরা সংগীতশিল্পী হিসেবে ভারতের জাতীয় চলচ্চিত্র পুরস্কারও পান তিনি। অন্যদিক নীলাঞ্জন ঘোষও একজন প্রখ্যাত সংগীত পরিচালক।

আরআইজে 

Link copied