মনে পড়ে এয়ারটেল গার্লকে?‌ জেনে নিন কে তিনি, কোথায় আছেন

Dhaka Post Desk

বিনোদন ডেস্ক

২১ জানুয়ারি ২০২২, ০৯:১৫ এএম


মনে পড়ে এয়ারটেল গার্লকে?‌ জেনে নিন কে তিনি, কোথায় আছেন

এমন অনেক অভিনয়শিল্পী আছেন, যাদের মুখ দেখে মানুষ চিনলেও তাদের সম্পর্কে তেমন কিছু জানে না। টিভি জগতে এমনই একজন ব্যক্তিত্ব হলেন ভারতের ‘‌এয়ারটেল ৪জি গার্ল’‌ সাশা। 

অভিনেত্রী এবং মডেল সাশা ছেত্রী ‘‌এয়ারটেল ৪জি গার্ল’‌ নামে পরিচিত হন ২০১৫ সালে। তিনি এয়ারটেলের সঙ্গে যুক্ত ছিলেন এবং এয়ারটেল ৪জি–এর জন্য প্রচার চালান। 

Dhaka Post

এরপরে ২০১৫ ও ২০১৬ সালে সাশা ‘‌এয়ারটেল ৪জি গার্ল’‌ নামে জনপ্রিয় হন এবং ধীরে ধীরে তিনি পরিচিত মুখ হয়ে ওঠেন। 

১৯৯৬ সালের ২৬ নভেম্বর মডেল সাশার জন্ম হয়। দেরাদুন থেকে তিনি স্কুলের পড়াশোনা শেষ করেন। সাশা ছেত্রী একজন সঙ্গীত শিল্পী। কপিরাইটার হিসেবেও কাজ করেছেন তিনি। 

Dhaka Post

ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা গেছে, সাশা প্রথমদিকে এয়ারটেলের বিজ্ঞাপনে অডিশন দিতে চাননি। কারণ, এ জন্য তাকে তার লম্বা সুন্দর চুল কেটে ফেলতে বলা হয়েছিল। কিন্তু পরে তিনি বিজ্ঞাপন করার জন্য রাজি হয়ে যান। 

Dhaka Post

এয়ারটেল গার্ল নামে বিখ্যাত সাশাকে ‘‌কাট্টি বাট্টি’‌ ছবিতে দেখা গিয়েছে। ‘‌সানফিস্ট বিস্কুট’‌–এর বিজ্ঞাপনেও দেখা গেছে তাকে। 

এয়ারটেলের ৪জি বিজ্ঞাপনে ক্রমাগত দেখা দেওয়ার পর সাশা মডেল থেকে রাতারাতি সেনসেশনে পরিণত হন এবং ভারতীয় দর্শকদের কাছে সাশা খুবই পরিচিত মুখ হয়ে ওঠেন।

এইচকে 

Link copied