রণবীরকে ১০-এ ২ দিলেন দীপিকা!
২৫ জানুয়ারি ২০২২, ০৮:৪৭ এএম

বলিউডের অন্যতম সেরা দম্পতি রণবীর সিং ও দীপিকা পাড়ুকোন। ২০১২ সালে সঞ্জয় লীলা বানশালির ‘গোলিও কি রাসলীলা রামলীলা’র সেটে শুরু হয়েছিল তাদের প্রেমের গল্প। ছয় বছর প্রেম করার পর ২০১৮ সালে রাজকীয় অনুষ্ঠানের মধ্যে দিয়ে ইতালিতে সাত পাকে বাঁধা পড়েন এই জুটি।
সম্প্রতি এক সাক্ষাৎকারে দীপিকা জানান, রণবীরের গান গাওয়ার বিষয়টি তার একদমই পছন্দ না। আর রণবীর যে ভালো গান গায় না সেটি বোঝা গেল যখন ১০ এর মধ্যে মাত্র ২ বসালেন দীপিকা। তবে র্যাপিং যে একটু ভালোই করেন সেই সম্পর্কেও বললেন তার স্ত্রী।
তাই বলে নিজের ট্যালেন্ট নিয়েও গর্ব করেননি দীপিকা। বলেন, সাধারণ কোনো ট্যালেন্ট তার নেই! গান গাইতে পছন্দ করলেও সেটি ভালো করে পারেন না। অভিনেত্রী হিসেবে নিজেকে ৬/৭ বসিয়েছেন। হাসির ছলেই বললেন রণবীর ১০ শে ১০ বসালেও তিনি নিজেকে এই নম্বরই দেবেন।
আপাতত শাকুন বাত্রা পরিচালিত গহেরাইয়ান নিয়েই ব্যস্ত অভিনেত্রী। আলিশার চরিত্রে বোল্ড এবং আত্মবিশ্বাসী দীপিকা যেন চমকপ্রদ। আগামীতে দেখা যাবে শাহরুখের সঙ্গে পাঠান ছবিতে।
এমএইচএস