১৬ দিন পর ঘরে ফিরল ‘পুষ্পা’, চমকে দিল মেয়ে

মেয়েরা বাবার বড় আদরের হয়। তাই তো বেড়ে ওঠার সময়ে বাবাকে চোখে হারায় কন্যাসন্তানরা। ভাববেন না শুধু সাধারণ মানুষের ক্ষেত্রেই এমনটা ঘটে, মেয়ের আদরে ভরা থাকেন তারকা বাবারাও। সেরকমই একটুকরো মুহূর্ত সোশ্যাল মিডিয়ায় শেয়ার করলেন বর্তমানের ‘তারকা-ক্রাশ’ আল্লু অর্জুন।
‘পুষ্পা দ্য রাইজ’ মুক্তি পেয়েছে বেশি দিন হয়নি। বক্স অফিসে প্রায় ৪০০ কোটির ব্যবসা করেছে। দেশের বাইরে বিদেশের দর্শকরাও ভালোবাসায় ভরিয়ে দিয়েছে ছবিকে এবং অল্লু-রশ্মিকার জুটিকে।
গত ১৬ দিন ধরে সিনেমার কাজে দুবাইয়ে ছিলেন আল্লু অর্জুন। বাড়ি ফিরতেই ভালোবাসায় স্বাগত জানাল ‘পুষ্পা’ কন্যা আরহা। ফুলের পাপড়ি সাজিয়ে সে লিখেছে, ‘ওয়েলকাম নানা’। ইনস্টাগ্রামে ছবি আপলোড করে আল্লু ক্যাপশনে লিখলেন, ‘১৬ দিন বাইরে থাকার পর যখন ফিরে এলাম, তখন আমাকে এই বিশেষভাবে স্বাগত জানানো হয়েছিল।’ মেয়ের কাছ থেকে মিষ্টি একটা উপহার পেয়ে বেজায় খুশি দক্ষিণী তারকা।
View this post on Instagram
২০১১ সালে স্নেহা রেড্ডিকে বিয়ে করেন আল্লু। তাদের ঘরে দুই সন্তান। ছেলের নাম আয়ান আর মেয়ের নাম আরহা। কাজের বাইরে পরিবারকে সময় দিতে দেখা যায় আল্লুকে। ছেলে-মেয়ের ছবিও শেয়ার করেন সোশ্যাল মিডিয়ায়। শিগগিরই বড় পর্দায় অভিষেকও হতে যাচ্ছে আরহার।
পুষ্পার আকাশছোঁয়া সাফল্য রাতারাতি জনপ্রিয়তা এনে দিয়েছে আল্লুকে। ‘আল্লু’ জ্বরে কাবু সমগ্র দেশ। প্রতিটি সংলাপ, গান সিনেমাপ্রেমীদের মুখে মুখে।
আরএইচ