ছুটির দিনে স্টার সিনেপ্লেক্সে ‘মিসবিহেভিয়ার’

বছরে দ্বিতীয় মাস চলছে। কিন্তু দেশের প্রেক্ষাগৃহগুলোতে এখনও নতুন সিনেমার ভাটা। মাল্টিপ্লেক্সগুলো তাই নির্ভর করছে হলিউডের ওপর। স্টার সিনেপ্লেক্সে ৫ ফেব্রুয়ারি (শুক্রবার) মুক্তি পাচ্ছে কমেডি ও ড্রামা ঘরানার সিনেমা ‘মিসবিহেভিয়ার’।
যুক্তরাজ্যের সিনেমা ‘মিসবিহেভিয়ার’ পরিচালনা করেছেন ফিলিপা লোথর্পে। এতে অভিনয় করেছেন কিয়ারা নাইটলি, গুগু এমবাথা, জেসি বাকলি, লেসলি ম্যানভিল, ফিলিস লোগানসহ অনেকে। ২০২০ সালের ১৩ মার্চ মুক্তি পায় সিনেমাটি। বক্স অফিসে এর আয় ১২ মিলিয়ন ডলার।
১৯৭০ সালের মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতা ঘিরে নির্মিত ‘মিসবিহেভিয়ার’। সে সময় লন্ডনের রয়েল আলবার্ট হলে অনুষ্ঠিত হয়েছিল এই প্রতিযোগিতা। যেখানে নারীবাদী বিক্ষোভকারীরা ময়দার বোমা নিক্ষেপ করে। বন্ধ হয়ে যায় সম্প্রচার। কয়েক ঘণ্টা পর অনুষ্ঠানটি আবার শুরু হয়।
মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতার সেই আসরে প্রথমবার কৃষ্ণাঙ্গ মিস ওয়ার্ল্ড হিসেবে মিস গ্রানাডার মাথায় উঠে বিজয়ীর মুকুট। এ নিয়ে হইচই পড়ে গিয়েছিল পুরো বিশ্বে। মার্কিন কৌতুক অভিনেতা বব হোপের উপস্থাপনা করেছিলেন অনুষ্ঠানটি।
সেসময় মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতা ছিলো বিশ্বের সবচেয়ে বেশি দর্শকের দেখা টিভি শো। ১০০ মিলিয়নেরও বেশি দর্শক সরাসরি সম্প্রচারিত অনুষ্ঠানটি দেখছিলেন।
এমআরএম