‘পুষ্পা’র পর বক্স অফিস কাঁপাতে আসছে ‘আরআরআর’

Dhaka Post Desk

বিনোদন ডেস্ক

০১ ফেব্রুয়ারি ২০২২, ০৮:১৯ এএম


‘পুষ্পা’র পর বক্স অফিস কাঁপাতে আসছে ‘আরআরআর’

দক্ষিণী ছবিকে বিশ্বের দরবারে পৌঁছে দিয়েছে অল্লু অর্জুন অভিনীত ছবি ‘পুষ্পা’। এবার আসতে চলেছে আরও এক সুপারহাইপড ছবি ‘আরআরআর’ বা ‘ট্রিপল আর’। 

করোনার কারণে বেশ কয়েকবার মুক্তির তারিখ পিছিয়ে অবশেষে ঘোষিত হয়েছে ছবিটির মুক্তির চূড়ান্ত তারিখ। আরআরআর মুক্তি পেতে চলেছে আগামী ২৫ মার্চ। ছবিটির পরিচালক ‘বাহুবলী’ খ্যাত রাজামৌলি। ছবিতে মুখ্য চরিত্রে দেখা যাবে দক্ষিণের দুই সুপারস্টার জুনিয়র এনটি আর ও রাম চরণকে।

এছাড়াও থাকবেন অজয় দেবগন ও আলিয়া ভাটও। এই ছবিতে ২০ মিনিটেরও কম সময়ের জন্য রয়েছেন আলিয়া। 

অন্যদিকে মাত্র সাতদিন শিডিউল ছিল অজয় দেবগনের। মাত্র ২০ মিনিটের অ্যাপিয়ারেন্সের জন্য আলিয়ার পারিশ্রমিক ৯ কোটি টাকা। আর এই কেমিও চরিত্রের জন্য অজয়ের পারিশ্রমিক ৩৫ কোটি টাকা। 

সূত্রের খবর, উত্তর ভারতের দর্শকদের প্রেক্ষাগৃহে আনার জন্যই নাকি ছবিতে বলিউডের এই দুই তারকাকে নেওয়া হয়েছে।

এর আগে ছবিটি মুক্তি তারিখ স্থির হয়েছিল ৭ জানুয়ারি। কিন্তু জানুয়ারির শুরুতেই শুরু হয় কোভিডের তৃতীয় ঢেউ। পিছিয়ে যায় ছবি মুক্তি।

এইচকে

Link copied