শান্তির খোঁজে বরফের দেশে মিমি

চারপাশে উঁচু পাহাড়, পায়ের নিচে সাদা বরফ। সেই বরফের ওপরই কখনও হেঁটে চলেছেন আবার কখনও আনন্দে দৌড়ে বেড়াচ্ছেন। উচ্ছ্বাসের এই ভিডিও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন টলিউড অভিনেত্রী মিমি চক্রবর্তী। ক্যাপশনে শুধু একটি শব্দ লিখেছেন ‘শান্তি’। যেন এই শান্তির খোঁজেই বরফের দেশে গিয়েছিলেন তারকা।
হিমাচল প্রদেশে বেড়াতে গেছেন মিমি। ছবি ও ভিডিওতে লোকেশন হিসেবে ট্যাগ করেছেন গ্রহণ গ্রাম। কাসোলের খুবই কাছে রয়েছে ছোট্ট এই গ্রাম। ট্রেকাররা অনেক সময়ই এই গ্রাম ছুটে যান। গ্রামটিতে জনসংখ্যা খুবই কম। তবে আতিথেয়তা অত্যন্ত ভাল। নিজের এই সফর বেশ উপভোগ করছেন মিমি।
চলতি বছরের শুরুতেই করোনাভাইরাসে আক্রান্ত হন কলকাতার এই অভিনেতা। বাড়িতেই আইসোলেশনে ছিলেন সংসদ সদস্য। চিকিৎসকের পরামর্শ মেনে চলায় অল্প দিনেই সুস্থ হয়ে ওঠেন। সুস্থ হয়েই হিমাচলে পাড়ি জমিয়েছেন।
গত বছর মুক্তি পেয়েছিল মিমির ‘বাজি’। ছবিতে জিতের সঙ্গে জুটি বেঁধেছিলেন তিনি। সামনে তার ঝুলিতে রয়েছে ‘খেলা যখন’ এবং ‘মিনি’র মতো সিনেমা।
এছাড়াও সংসদ সদস্য হিসেবে নিয়মিত কাজ করে চলেছেন মিমি। এত ব্যস্ততার মধ্যেও নিজের জন্য কিছুটা সময় বের করে ঘুরতে বেরিয়ে পড়েছেন টলিউড তারকা।
এমএইচএস