দর্শকদের আস্থা ধরে রাখবে ‘বিশ্বসুন্দরী’

বাংলা নাটকের নির্মাতা চয়নিকা চৌধুরীর জনপ্রিয়তা নতুন করে বলার প্রয়োজন নেই। দীর্ঘ ক্যারিয়ারে অসংখ্য নাটক দিয়ে আজকের অবস্থানে তিনি।
বিশেষ করে রোমান্টিক ঘরণার নাটক মানেই এই নির্মাতার ওপর দর্শকদের যেই আস্থা রয়েছে তা সবসময় ঠিক রেখেছেন তিনি। এবার বড় পরিসরে প্রিয় নির্মাতাকে পেতে যাচ্ছেন ভক্তরা।
তার প্রথম চলচ্চিত্র ‘বিশ্বসুন্দরী’ মুক্তি পাচ্ছে ১১ ডিসেম্বর। এই চলচ্চিত্রের মধ্য দিয়ে প্রথমবারের মত জুটি হিসেবে বড়পর্দায় অভিনয় করলেন সিয়াম ও পরীমনি। এছাড়াও অভিনয় করেছেন আলমগীর, চম্পা, ফজলুর রহমান বাবু, মনিরা মিঠু, আনন্দ খালেদ, হীরা, সুজন, সীমান্ত সহ আরো অনেকে।
চয়নিকা চৌধুরী বলেন, ‘শেষ পর্যন্ত মুক্তির তারিখ চূড়ান্ত হলো। প্রথম সিনেমা হিসেবে স্বাভাবিকভাবেই উচ্ছ্বাসের মাত্রাটা অনেক। দীর্ঘদিন নাটকের মাধ্যমে দর্শকদের ভালোবাসা পেয়েছি। একজন নির্মাতা হিসেবে দর্শকরা সবসময় আমাকে যেই সাপোর্ট দিয়েছেন তার প্রতিদান আমি কাজ দিয়েই দেওয়ার চেষ্টা করেছি সবসময়। এবার প্রথম সিনেমা নিয়ে আসছি। আশা করি দর্শকদের আস্থা ধরে রাখবে ‘বিশ্বসুন্দরী’। করোনার কারণে দর্শকরা হল কেন্দ্রিক বিনোদনের শূণ্যতা তৈরি হয়েছে। সেই জায়গাটা পূরণ হবে আশা করি। দর্শকরা পূর্ণ বিনোদন নিয়ে হল থেকে বের হবে বিশ্বাস করি। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি চলচ্চিত্রটি দেখার জন্য। অবশ্যই স্বাস্থ্যবিধির বিষয়টিও সবার নজর রাখাবেন।’
চলচ্চিত্রের কাহিনী, চিত্রনাট্য, সংলাপ লিখেছেন রুম্মান রশীদ খান। তিনি বলেন, ‘এর আগে স্বাধীনতা দিবসের সপ্তাহে মুক্তির কথা থাকলেও দেশব্যাপী লকডাউন শুরু হবার কারণে ছবিটি মুক্তি দেয়া সম্ভব হয়নি। এবার তাই আমরা চাইছি, বিজয় দিবসের সপ্তাহে দর্শক স্বাস্থ্যবিধি মেনে ছবিটি দেখতে আসুক।’
এমআরএম