হ্যাকারের কবলে নোরার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট

এই মুহূর্তে বলিউডের হার্টথ্রব নায়িকা নোরা ফাতেহি। শুক্রবার দুপুরে আচমকাই সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রাম থেকে গায়েব হয়ে যায় নোরার অ্যাকাউন্টের সব পোস্ট।
নায়িকার হাজার হাজার পোস্ট নিমেষে উধাও! বিষয়টি নিয়ে হইচই পড়ে যায় ভক্তদের মধ্যে। আচমকা কাউকে কিছু না জানিয়ে কি ইনস্টাগ্রাম থেকে সরে গেলেন তিনি? ডি-অ্যাক্টিভেট করে দিলেন নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট?
সেই নিয়ে তুমুল আলোচনা শুরু হয়। ইনস্টায় নোরার ফলোয়ার সংখ্যা ৩৭ মিলিয়ান অর্থাৎ প্রায় চার কোটি ছুঁই ছুঁই। এরপর গভীর রাতে ফিরে আসে নোরার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট। দেখা যায়, ফিরে এসেছে পুরোনো সব পোস্ট, এমনকি ফলোয়ারের সংখ্যাও হেরফের হয়নি। তবে কেন এমনটা ঘটল, সেই বিষয়টি নিয়ে ধোঁয়াশা রয়েই গিয়েছিল। অবশেষে নোরা নিজেই রহস্যের সমাধান দিলেন।
ইনস্টাগ্রাম স্টোরিতে নোরা লিখেন, ‘সবার কাছে ক্ষমা চাইছি। কেউ একজন আমার ইনস্টাগ্রাম হ্যাক করার চেষ্টা করেছিল। সকাল থেকেই কেউ আমার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে প্রবেশ করার চেষ্টা করছে।’
দ্রুত পদক্ষেপ নিয়ে অ্যাকাউন্টটি পূর্ব অবস্থায় ফিরিয়ে দেওয়ার জন্য ইনস্টাগ্রাম কর্তৃপক্ষকেও ধন্যবাদ জানিয়েছেন এই মরোক্কান সুন্দরী।
ইনস্টাগ্রামে প্রতি মুহূর্তের আপটেড শেয়ার করেন নোরা। এই মুহূর্তে বি-টাউনের সবচেয়ে জনপ্রিয় আইটেম গার্ল এই বিদেশিনী। নোরার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ফিরে আসায় স্বস্তিতে ভক্তরাও। তার ব্যক্তিগত ও পেশাদার জীবনের নানান মুহূর্তের আপডেট পাওয়া থেকে বঞ্চিত হবেন না তারা।
ওএফ