আলিয়া-শাহরুখের নতুন ছবি ওটিটিতে বিক্রি হলো ১০০ কোটি টাকায়

Dhaka Post Desk

বিনোদন ডেস্ক

০৮ ফেব্রুয়ারি ২০২২, ০৮:১২ এএম


আলিয়া-শাহরুখের নতুন ছবি ওটিটিতে বিক্রি হলো ১০০ কোটি টাকায়

অভিনেত্রী আলিয়া ভাট এবার প্রযোজক। ছবির নাম ‘ডার্লিংস’। সহ-প্রযোজনায় শাহরুখ খানের ‘রেড চিলিজ এন্টারটেনমেন্ট’। সেই ছবিই মুক্তি পাবে ওটিটিতে। বিপুল টাকায় বিক্রি হয়েছে ছবির স্বত্ব।

বলিপাড়ার খবর, প্রায় ১০০ কোটি টাকায় ‘ডার্লিংস’-এর স্বত্ব কিনে নিয়েছে নেটফ্লিক্স। ডার্ক কমেডি ঘরানার এই ছবিটি বড় পর্দার চেয়ে ওটিটি-র দর্শকদের পছন্দসই হবে বেশি। এমনটাই মনে করছেন নির্মাতারা। সেই ভাবনা থেকেই বিভিন্ন ওটিটি প্ল্যাটফর্মের সঙ্গে কথাবার্তা শুরু। এবার ছবি দেখানোর ভার পেল নেটফ্লিক্স।

ইতোমধ্যেই শুটিং শেষ। যশমিত রিনের পরিচালনায় এক মা-মেয়ের সম্পর্কের গল্প উঠে আসবে ছবিতে। নিজের প্রযোজনায় প্রথম ছবিতে সেই মেয়ের চরিত্রে অভিনয় করছেন আলিয়া। তার মায়ের ভূমিকায় থাকছেন শেফালি শাহ। আর একটি গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন বিজয় বর্মা।

আপাতত ‘গঙ্গুবাই কাথিয়াওয়াড়ি’ ছবির প্রচারে দিনভর ব্যস্ত আলিয়া। তার ঝুলিতে পরপর রয়েছে ‘আরআরআর’, ‘তখত’, ‘রকি অউর রানি কী প্রেমকহানি’ এবং ‘ব্রহ্মাস্ত্র’র মতো ছবি।

এইচকে

Link copied