হলুদ বিকিনিতে সমুদ্রতীরে লাস্যময়ী নুসরাত

Dhaka Post Desk

বিনোদন ডেস্ক

২৪ ফেব্রুয়ারি ২০২২, ০৩:২৭ এএম


হলুদ বিকিনিতে সমুদ্রতীরে লাস্যময়ী নুসরাত

হলুদ বিকিনিতে নেট দুনিয়ার উত্তাপ ছড়ালেন অভিনেত্রী নুসরাত জাহান। বুধবার (২৩ ফেব্রুয়ারি) হলুদ বিকিনিতে নুসরাত বেশ কয়েকটি ছবি শেয়ার করেছেন সোশ্যাল মিডিয়ায়। যা মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে গেছে।

হলুদ টু-পিসে ওপরে স্টাইলিশ নেটের শ্রাগ রয়েছে নুসরাতের পরনে। লাল লিপস্টিক, ওভার সাইজ ফ্রেমের সানগ্লাস তাকে আরও লাস্যময়ী করে তুলেছে।

নতুন বছরের শুরুতে গোয়া গিয়েছিলেন নুসরাত ও যশ। সেখান থেকে নিউ ইয়ার সেলিব্রেশনের একাধিক ছবি পোস্ট করেছিলেন সোশ্যাল মিডিয়ায়।

dhakapost

তবে এই বিকিনি ফটো সেই সময়ে তুলে রেখেছিলেন যত্নে। আজ মাস দুয়েক পর গোয়ায় তোলা তার কিছু ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন।

ক্যাপশনে নুসরত লিখেছেন, ‘আমাকে সমুদ্রে ফিরিয়ে নিয়ে চলো’।

প্রসঙ্গত, গত বছর জুলাইয়ে মা হয়েছেন অভিনেত্রী। ছেলের বয়স মাত্র সাত মাস। তবে নুসরাত রয়েছেন আগের মতোই। তার চাবুকের মতো ফিগার এখনও ধরে রেখেছেন তিনি।

এসএসএইচ

Link copied