সন্তানের পদবি ঠিক করে ফেলেছেন সোনম

Dhaka Post Desk

বিনোদন ডেস্ক

২২ মার্চ ২০২২, ০৬:৪১ এএম


সন্তানের পদবি ঠিক করে ফেলেছেন সোনম

চলতি বছরের সেপ্টেম্বরেই প্রথম সন্তানের মা হতে চলেছেন বলিউড অভিনেত্রী সোনম কাপুর। নিজেই বেবি বাম্পসহ ছবি শেয়ার করে নেটমাধ্যমে সেই সুখবর দিয়েছেন। তবে সন্তানের পদবি ঠিক কী হবে তা বহু আগেই ঠিক করে রেখেছিলেন 'নীরজা'র তারকা!

বরাবরই মনেপ্রাণে নারীবাদী সোনম। কোনোদিনই নিজের মতামত স্পষ্ট ভাষায় জানাতে দুবার ভাবেননি তিনি। বিভিন্ন সাক্ষাৎকারে নানা মন্তব্যের মাধ্যমে নিজের নারীবাদী স্বত্বার প্রমাণ রেখেছেন তিনি। একবার এক সাক্ষাৎকারে সোনম জানিয়েছিলেন, তিনি তার স্বামীর সঙ্গে ইতিমধ্যেই আলোচনা সেরে রেখেছেন যে ভবিষ্যতে তাদের আগত সন্তানের পদবি ঠিক কী হওয়া উচিত। জানিয়েছিলেন, আলোচনার শেষে ঠিক হয়েছিল রাখা হবে 'সোনম আহুজা'। কেন? সে জবাবও দিয়েছিলেন অনিল-কন্যা।

সোনমের মতে, বিয়ের পর তিনি তার স্বামীর পরিবারের অংশ হয়েছেন। অন্যদিকে, তার স্বামী আনন্দও সোনমের পরিবারের অংশ হয়েছেন। সে জন্য বিয়ের পরপরই নিজের নাম বদলে সোনম কাপুর আহুজা করে ফেলেছিলেন এই বলি-অভিনেত্রী। পাশাপাশি, আনন্দও বদলে ফেলেছিলেন নিজের নাম। হয়েছেন, আনন্দ সোনম আহুজা। তাই তাদের সন্তানের নামের সঙ্গে জুড়ে থাকবে 'সোনম আহুজা'। 

উল্লেখ্য, ২০১৮ সালে আনন্দ আহুজাকে বিয়ে করেন এ অভিনেত্রী। 

এসকেডি

Link copied