জন্মদিনের সেরা উপহার কী পেলেন বিক্রান্ত?

গতকাল রোববার ছিল বিক্রান্ত মেসির ৩৫তম জন্মদিন। আর এ দিনটাকে সত্যিই বিশেষ করে দিয়েছেন মেঘনা গুলজার। মেঘনার সঙ্গে তিনি ‘ছপাক’ ছবিতে কাজ করেন। তার বিপরীতে ছিলেন দীপিকা পাড়ুকোন।
ওই সিনেমায় একজন অ্যাসিড আক্রান্তের ভূমিকায় অভিনয় করেন দীপিকা। এতে গুরুত্বপূর্ণ চরিত্রে ছিলেন বিক্রান্ত।
জন্মদিনে ন্ধু আর সহশিল্পীদের পাঠানো শুভেচ্ছা বার্তাগুলো শেয়ার করছিলেন
বিক্রান্ত। এই সময়ই তিনি মেঘনার কাছ থেকে পেলেন উপহার, সেটাও তার স্টোরিতে শেয়ার করেছেন। কী সেই মূল্যবান উপহার?
মেঘনার বাবা পরিচালক, চিত্রনাট্যকার, গীতিকার গুলজার সাহেবের ব্যবহৃত জুতো। জুতো আর মেঘনার লেখা একটা নোটও বিক্রান্ত ইনস্টা-স্টোরিতে দেন। যেখানে লেখা ছিল, প্রিয় বিক্রান্ত, অনেক দিনের জমে থাকা একটা কাজ অবশেষে আজ আমি করতে পেরে খুব খুশি। জন্মদিনের অনেক শুভেচ্ছা, ভালোবাসা আর আশীর্বাদ, মেঘনা।
বিক্রান্ত মেঘনার লেখায় উত্তর দিয়েছেন, গুলজার সাহেবের ব্যবহৃত জুতো পাওয়া খুবই ভাগ্যের।
স্ত্রী শীতল ঠাকুর, সারা আলি খান, আনুশকা শর্মা, ভিকি কৌশল, কৃতী খারবান্দাও বিক্রান্তকে জন্মদিনের শুভেচ্ছা বার্তা পাঠিয়েছেন। বিক্রান্ত তার ক্যারিয়ার শুরু করেন টেলিভিশন দিয়ে। ‘ধরম বীর’, ‘বালিকা বধূ’-র মতো বেশ কয়েকটি ধারাবাহিকে তার কাজ আজও দর্শক মনে রেখেছে। রণবীর সিং, সোনাক্ষী সিনহা অভিনীত ‘লুটেরা’ ছবি দিয়ে তার সিনেমা যাত্রা শুরু। এরপর সিনেমা-ওয়েব সিরিজ মিলিয়ে এখন তিনি বহু পরিচালকের পছন্দের তালিকায় রয়েছেন।
এনএফ