কালো কাপড়ে ঢেকে রণবীর-আলিয়ার বিয়েতে শাহরুখ

Dhaka Post Desk

বিনোদন ডেস্ক

১৭ এপ্রিল ২০২২, ০১:৩৪ পিএম


কালো কাপড়ে ঢেকে রণবীর-আলিয়ার বিয়েতে শাহরুখ

গত ১৪ এপ্রিল বর্ণিল আয়োজনে বিয়ে করেছেন রণবীর কাপুর ও আলিয়া ভাট। মুম্বাইয়ের বান্দ্রায় অবস্থিত রণবীরের বাড়ি ‘বাস্তু’তে বসেছিল বিয়ের আয়োজন। এতে দুই পরিবারের ঘনিষ্ঠজনেরাই উপস্থিত ছিলেন।

এর বাইরে বলিউড থেকে হাজির ছিলেন শাহরুখ খান, শ্বেতা বচ্চন, গৌরি খান, অর্জুন কাপুর, মালাইকা আরোরা, অয়ন মুখোপাধ্যায়, করণ জোহরের মতো তারকারা।

তবে সবাইকে অবাক করে পার্টিতে এন্ট্রি নেন শাহরুখ খান প্রায় অদৃশ্য অবস্থায়। একদম কালো একটা কাপড় দিয়ে ঢেকে রাখা হয়েছিল তার গাড়ির সিট। ফলে চোখেই পড়েনি বাদশাকে। মনে করা হচ্ছে, ‘পাঠান’-এর লুক যাতে প্রকাশ্যে না আসে তাই এমন কাজ শাহরুখের।

বেশিরভাগ অতিথিকেই এদিন দেখা যায় কালো পোশাকে। বিয়েতে আরও হাজির ছিলেন সোনি রাজদান, শাহিন ভাট, নীতু কাপুর, ঋদ্ধিমা কাপুর, কারিশমা কাপুর প্রমুখ।

উল্লেখ্য, আজ ১৭ এপ্রিল বড় আয়োজনে বলিউডবাসীকে নিয়ে গ্র্যান্ড রিসেপশন পার্টি দেবেন রণবীর-আলিয়া নবদম্পতি।

আরআইজে

Link copied