আবারও বেবি বাম্পের ছবিতে হাজির সোনম

Dhaka Post Desk

বিনোদন ডেস্ক

১৯ এপ্রিল ২০২২, ০৫:১৯ পিএম


আবারও বেবি বাম্পের ছবিতে হাজির সোনম

অডিও শুনুন

বলিউড অভিনেত্রী সোনম কাপুর প্রথমবারের মতো মা হতে যাচ্ছেন। গত ২১ মার্চ সুখবরটি জানান সোনম নিজেই। সে সময় সামাজিকমাধ্যমে বেবি বাম্পসহ তোলা ছবিও শেয়ার করেন অভিনেতা অনিল কাপুরকন্যা। এরপর আরও একাধিকবার বেবিবাম্পের ছবি প্রকাশ করেন তিনি।

আবারও সামাজিকমাধ্যমে নিজের বেবি বাম্পসহ ছবি প্রকাশ করলেন সোনম। ছবিগুলোতে কালো পোশাকে দেখা যায় এ অভিনেত্রীকে। নিজের এই পোস্টে মা সুনীতা কাপুর, স্বামী আনন্দ আহুজা এবং বোন রিহা কাপুরকেও ট্যাগ করেছেন এই তারকা।

নতুন করে বেবিবাম্পের ছবি প্রকাশ করেও নজর কেড়েছেন সোনম। অনেকেই তার ছবিগুলোর নিচে ইতিবাচক মন্তব্য করছেন। শুভকামনা জানাচ্ছেন।

উল্লেখ্য, ২০১৮ সালে ব্যবসায়ী আনন্দ আহুজার সঙ্গে ঘর বাঁধেন সোনম কাপুর। বিয়ের পর বেশিরভাগ সময় লন্ডনের নটিং হিল বাংলোতেই কাটিয়েছেন তারা। সেখান থেকে প্রায়ই ইনস্টাগ্রামে ছবি ও ভিডিও শেয়ার করতে দেখা যায় অভিনেত্রীকে। বর্তমানে প্রথম সন্তানের মা হওয়ার অপেক্ষায় আছেন এই বলি তারকা।

Link copied