একই ছবিতে আমির-রণবীর

পিকে ছবির শেষ দৃশ্যে কিছুক্ষণের জন্য একসঙ্গে স্ক্রিন শেয়ার করেছিলেন তারা। কিন্তু তাতে বহু দর্শকেরই মন ভরেনি। এই অল্প সময়ে যাদের মন ভরেনি তাদের জন্য সুখর, এবার হয়ত একটা পূর্ণাঙ্গ সিনেমাতে একসঙ্গে দেখা যাবে আমির খান এবং রণবীর কাপুরকে।
জানা যায়, ইতোমধ্যে দুই অভিনেতার কথা মাথায় রেখে একটি চিত্রনাট্যের কাজ শুরু করেছেন এক বাঙালি পরিচালক। দুই অভিনেতার সঙ্গে ছবির গল্প নিয়ে আলোচনা করেছেন তিনি। আমির খান এবং রণবীর কাপুর দুজনেরই গল্পটা বেশ পছন্দ হয়েছে। বিগ বাজেটের ওই ছবিটি প্রযোজনা করতে পারে আমির খানের প্রডাকশন হাউস।
জানা গেছে, ছবিটি পরিচালনা করতে পারেন অনুরাগ বসু। রণবীরের সঙ্গে ইতোমধ্যে জাগ্গা জাসুস, বরফির মতো ছবিতে কাজ করেছেন অনুরাগ। তবে আমিরের সঙ্গে এখনও কোন ছবি করেননি তিনি।
আইএসএইচ