২০০১ সালের ছবিতে ঐশ্বরিয়ার মাথায় সিঁদুর?

Dhaka Post Desk

বিনোদন ডেস্ক

১৪ মে ২০২২, ০৮:৪৩ এএম


২০০১ সালের ছবিতে ঐশ্বরিয়ার মাথায় সিঁদুর?

বলিউডের জনপ্রিয় তারকা দম্পতি অভিষেক বচ্চন ও ঐশ্বরিয়া রাই বচ্চনের বিয়ে হয় ২০০৭ সালে। অথচ ২০০১ সালে ব্যক্তিগত পরিসরে তোলা একটি ছবিতে ঐশ্বরিয়ার সিঁথিতে জ্বলজ্বল করছে সিঁদুর।

শুক্রবার (১৩ মে) সকালে প্রায় ২১ বছর আগের সেই ছবিটি শেয়ার করেছেন পরিচালক ফারহা খান। ছবিতে ঐশ্বরিয়ার সিঁথিতে সিঁদুর দেখা গেছে। তাহলে সবার অলক্ষ্যে আগেই বিয়ে করে নিয়েছিলেন ঐশ্বরিয়া! সেই বিতর্ক তৈরি হতেই পারে জেনে আগে থেকেই ছবির ব্যাখ্যা দিয়ে রেখেছেন ফারহা খান।

ছবিটি ছিল মুম্বাইয়ে ফারহার হাউস ওয়ার্মিং পার্টির ছবি। যেখানে উপস্থিত ছিলেন শাহরুখ খান, করণ জোহর, ফারহান আখতার, রানি মুখার্জি, ঐশ্বরিয়া রাইসহ ফারহার কাছের বন্ধুরা।

পরিচালকের পোস্ট করা ওই ছবিতে রয়েছেন ফারহার ভাই সাজিদ, করণ, ফারহান, রানি ও ঐশ্বরিয়া। ক্যাপশনে তিনি লিখেছেন, ‘আমার কেনা প্রথম বাড়ির গৃহপ্রবেশ ২০০১ সালে। বিশেষ দ্রষ্টব্য, দেবদাসের শুটিং থেকে সরাসরি এসেছিলেন ঐশ্বরিয়া। তাই তার মাথায় সিঁদুর।’

পাশাপাশি করণ জোহরের সঙ্গে খুনসুটি করতেও ছাড়েননি ফারহা। তিনি লিখেছেন, এটি হলো নন ডিজাইনার পোশাকে করণের দুষ্প্রাপ্য ছবি।

এমএইচএস

Link copied