পোশাক বিতর্ক, শিল্পার সঙ্গে উরফির তুলনা

Dhaka Post Desk

বিনোদন ডেস্ক

১৮ মে ২০২২, ০৮:০০ এএম


পোশাক বিতর্ক, শিল্পার সঙ্গে উরফির তুলনা

বড় পর্দায় ফিরছেন শিল্পা শেঠি। তার অভিনীত নতুন সিনেমার ট্রেলার এরইমধ্যে সামনে এসেছে। সিনেমাটির নাম ‘নিকাম্মা’।

সিনেমাটির ট্রেলার প্রকাশ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিল্পা। পরনে ছিল নীল শাড়ি। তার সঙ্গে লাল করসেট ব্লাউজ কন্ট্রাস্ট করে পরেছিলেন তিনি। টিম আপ করেছিলেন একটি কমলা রঙের কোট। হাতে ছিল সোনালী চুড়ি।

অভিনেত্রীর এমন সাজ অনেকেরই হাসির খোড়াক যুগিয়েছে। কাজেই ব্যাপক ট্রোল হতে হচ্ছে তাকে। কেউ লিখছেন, গরিবের ওয়ান্ডার ওম্যান। কেউ লিখেছেন, যা ইচ্ছে পরলেই কি ফ্যাশনিস্তা হয়ে যাওয়া যায়? নেটিজেনদের একাংশ তো আবার শিল্পার সঙ্গে উরফি জাভেদের তুলনা করছেন। একজন লিখেছেন, ইচ্ছে মতো ছেঁড়াফাটা কাপড় পরেন কেন বলুন তো? উরফি জাভেদকেও দেখি এই ধরনের পোশাক পরেন। আপনিও এই ধরনের জামা পরছেন!

হাঙ্গামা টুয়ের পর আর পর্দায় দেখা যায়নি শিল্পাকে। তবে বর্তমানে তার হাতে অনেক কাজ। ১৭ জুন রিলিজ হতে যাচ্ছে নিকাম্মা।

এনএফ

Link copied