করণ জোহরের হাফ সেঞ্চুরি

Dhaka Post Desk

ঢাকা পোস্ট ডেস্ক

২৬ মে ২০২২, ০৭:৫৫ এএম


করণ জোহরের হাফ সেঞ্চুরি

বুধবার গেল করণ জোহরের ৫০তম জন্মদিন। মধ্যরাত থেকেই শুরু হয় সেলিব্রেশন,ছিল জমকালো পার্টির আয়োজন। 

শাহরুখ খান থেকে শুরু করে মালাইকা আরোরা, সবারই আমন্ত্রণ ছিল পার্টিতে। 

আর বুধবার সকাল থেকেই সোশ্যাল মিডিয়ার পেজ ভরে ছিল শুভেচ্ছা বার্তা। আলিয়া ভাট থেকে শুরু করে কারিনা কাপুর, করণকে শুভেচ্ছায় ভরিয়ে দিয়েছেন বলিউডের তালকারা। অন্যদিকে সবাইকে রিটার্ন গিফট দিয়েছেন করণ নিজে। 

সোশ্যাল মিডিয়ায় করণ লেখেন যে, যদিও আমি জানি যে এটা আমার জীবনের মাঝামাঝি সময়, তাও আমি নিজেকে মিলেনিয়ল ভাবি। কেউ কেউ এটাকে মিড লাইফ ক্রাইসিস বলে। আমি এটাকে বলি, ক্ষমাহীন হয়ে জীবন কাটানো। 

করণ আরও লেখেন, আমি এই ইন্ডাস্ট্রিতে ২৭ বছর কাজ করছি। আমি ধন্য যে আমি জীবনে সেরা অভিজ্ঞতা উপভোগ করেছি। গল্প বলা, কনটেন্ট তৈরি করা, নতুন ট্যালেন্ট তুলে আনা, ইন্ডাস্ট্রির সেরা অভিনেতাদের চোখের সামনে অভিনয় করতে দেখা, আমার কাছে এটা স্বপ্নের মতো। প্রশংসা থেকে শুরু করে ট্রল,সব কিছু আমার জন্য একটা বিশাল শিক্ষা। 

নিজের আগামী সিনেমার ঘোষণাও দেন করণ। এই প্রথম অ্যাকশন ফিল্ম তৈরি করবেন তিনি। ২০২৩ সালের এপ্রিলে এর শুটিং শুরু হবে। পাশাপাশি করণ জানান যে তার ছবি ‘রকি অর রানি কি প্রেম কাহানি’ মুক্তি পাবে ২০২৩ সালের ১০ ফেব্রুয়ারি। 

এনএফ

Link copied