এবার বলিউডে আসছেন সাইফ আলী খানের ছেলে ইব্রাহিম

Dhaka Post Desk

বিনোদন ডেস্ক

২৯ মে ২০২২, ০৫:৩৮ পিএম


এবার বলিউডে আসছেন সাইফ আলী খানের ছেলে ইব্রাহিম

প্রথম দেখায় তাকে মনে হয়, যেন তরুণ সাইফ আলী খান। চেহারায় এতখানি মিল, খুব কমই দেখা যায়। বাপ কা বেটা কথাটির মোক্ষম উদাহরণ যাকে বলে। তিনি ইব্রাহিম আলী খান। এবার বলিউডে আত্মপ্রকাশ করতে যাচ্ছেন তিনি।

সাইফ আলী খান ও অমৃতা সিং দম্পতির প্রথম সন্তান ইব্রাহিম। শিগগিরই হিন্দি সিনেমায় তার অভিষেক হতে যাচ্ছে। তাকে পর্দায় নিয়ে আসছেন খ্যাতিমান পরিচালক-প্রযোজক করন জোহর।

বলিউড হাঙ্গামার এক প্রতিবেদনে জানা গেছে, গত বছর মুক্তি পেয়েছিল ‘হৃদয়াম’ নামের একটি মালায়ালাম ভাষার সিনেমা। প্রশংসার পাশাপাশি বক্স অফিসেও এটি সফল হয়। যেটার কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেন মালায়লাম কিংবদন্তি মোহনলালের ছেলে প্রণব।

এই সিনেমার হিন্দি রিমেকের রাইটস কিনেছেন করন জোহর। শোনা যাচ্ছে, রিমেক সিনেমাটির মাধ্যমেই অভিনয়ে আসছেন ইব্রাহিম আলী খান।

saif ali khan
সাইফ আলী খানের সঙ্গে তার মেয়ে সারা ও ছেলে ইব্রাহিম

একটি সূত্র বলিউড হাঙ্গামাকে বলেছেন, ‘বেশ কিছু দিন ধরেই ইব্রাহিমের জন্য ভালো একটি সিনেমা খুঁজছিলেন করন জোহর। বলিউডে পা রাখার ক্ষেত্রে এটি তার জন্য সেরা প্রজেক্ট।’

উল্লেখ্য, সাইফ আলী খান ও অমৃতা সিং বিয়ে করেছিলেন ১৯৯১ সালে। দীর্ঘ ১৩ বছর তারা সংসার করেন। এই দম্পতির সন্তান ইব্রাহিম আলী খান ও সারা আলী খান। ইতোপূর্বে সারা বলিউডে আত্মপ্রকাশ করেছেন এবং তারকা খ্যাতি পেয়েছেন। এখন দেখার পালা, ছেলে ইব্রাহিম বাবার মতো দর্শকের নজর কাড়তে পারেন কিনা।

কেআই/আরআইজে

Link copied